দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে দানা বেঁধেছে ঘূর্ণিঝড় ‘ফেনজল’। শনিবার বিকেলেই তামিলনাড়ুর উপকূলে তার ‘ল্যান্ডফলের’ সম্ভাবনা। পশ্চিমবঙ্গের উপকূলে এর সরাসরি প্রভাব না পড়লেও পরোক্ষে বাংলার শীতের পথে ‘কাঁটা’ হয়ে দাঁড়িয়েছে ‘ফেনজল’। শনিবার সকাল থেকে কলকাতায় আকাশ মেঘলা। কোথাও কোথাও দু’এক পশলা বৃষ্টিও হয়ে গিয়েছে। বৃষ্টি হয়েছে শহরতলিতেও। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের মোট ১১টি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শনিবার বিকেলে তামিলনাড়ু ও পুদুচেরি উপকূলের মাঝে মহাবলীপুরমের কাছাকাছি স্থলভাগে প্রবেশ করছে ঘূর্ণিঝড় ফেনজল। আর এর প্রভাবে উত্তর তামিলনাড়ু ও দক্ষিণি রাজ্যের ‘ডেল্টা’ জেলার পাশাপাশি পুদুচেরিতেও অতি ভারী বৃষ্টি হতে পারে। বইবে ঝোড়ো হাওয়া। এই পরিস্থিতিতে চেন্নাই বিমানবন্দর সন্ধ্যা ৭টা পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। বিঘ্নিত হচ্ছে ট্রেন চলাচল।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, চেন্নাই, তিরুভাল্লুর, কাঞ্চিপুরম, কাল্লাকুরিচি, কাড্ডালোর জেলা এবং পুদুচেরিতে প্রবল বর্ষণ হবে। এই সব অঞ্চলে লাল সতর্কতা জারি করা হয়েছে। ইতিমধ্যেই বহু উপকূলীয় অঞ্চলে আবহাওয়ার পরিবর্তন লক্ষ করা গিয়েছে। বইছে প্রবল ঝোড়ো হাওয়া। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে রানিপেট, তিরুভানাম্মালাই, ভেলোর, পেরামবালুর প্রভৃতি জেলায়। এখানে কমলা সতর্কতা জারি হয়েছে।
এমন অবস্থায় শনিবার সকাল থেকে কলকাতায় আকাশ মেঘলা। কোথাও কোথাও দু’এক পশলা বৃষ্টিও হয়ে গিয়েছে। বৃষ্টি হয়েছে শহরতলিতেও। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের মোট ১১টি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।যদিও এই অসময়ে খুব বেশি বৃষ্টি হবে না রাজ্যের কোথাও, আশ্বস্ত করেছেন আবহবিদেরা। তাঁদের মতে, বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় পরিস্থিতির কারণে উত্তর-পশ্চিম দিক থেকে ঠান্ডা হাওয়া রাজ্যে ঢুকতে বাধা পাচ্ছে। উল্টে সাগরের দিক থেকে জলীয়বাষ্পপূর্ণ বাতাস ঢুকছে। এর ফলে কোথাও কোথাও সামান্য বৃষ্টি হতে পারে। শনিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং নদিয়ায়। প্রতি ক্ষেত্রেই বিক্ষিপ্ত ভাবে দু’একটি জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবারও।
হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, রবিবারের পর থেকে কোনও জেলায় আর বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আগামী পাঁচ দিন উত্তর বা দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রায় বড়সড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। অর্থাৎ, স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে তাপমাত্রা।
মৌসম ভবনের তথ্য অনুযায়ী, পুদুচেরি থেকে ১৫০ কিলোমিটার পূর্বে, চেন্নাই থেকে ১৪০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছে ঘূর্ণিঝড়। বিকেলে তামিলনাড়ু-পুদুচেরি উপকূলে কারইকাল এবং মহাবলীপুরমের মধ্যে দিয়ে স্থলভাগে প্রবেশ করবে ঘূর্ণিঝড়, জানিয়েছে মৌসম ভবন। এই সময়ে তার গতি থাকবে ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার। সর্বোচ্চ ৯০ কিলোমিটার পর্যন্ত হতে পারে ‘ফেনজলের’ বেগ।