Weather Update: Cyclone is approaching with increased strength

Weather Update: শক্তি বাড়িয়ে এগিয়ে আসছে ঘূর্ণাবর্ত, দুর্যোগের আশঙ্কা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। হতে পারে আবহাওয়ার ভোলবদল। বাংলায় একাধিক জেলায় বৃষ্টি বাড়তে পারে। ঘনাচ্ছে ঘূর্ণাবর্ত। জেলায় জেলায় দুর্যোগের আশঙ্কা আছে কি? সপ্তাহের মাঝে কলকাতা সহ একাধিক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।

জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে আবারও একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। মঙ্গলবারের মধ্যে ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা প্রবল। এরপর এটি শক্তি বাড়িয়ে ওড়িশা উপকূলের দিকে এগোবে। ফলে সপ্তাহের মাঝখান থেকেই বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সপ্তাহের প্রথম দুদিন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সোমবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরে বৃষ্টিপাত চলবে।

আগামী বুধবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি হতে পারে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে হাওয়া অফিস। কলকাতায় বৃষ্টি হলেও ভ্যাপসা গরমের অস্বস্তি এখনই কাটবে না। আজ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তবে মাঝ সপ্তাহ থেকে কলকাতা ও তার সংলগ্ন এলাকায় তুমুল বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে।সপ্তাহজুড়েই উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest