Weather Update: ৬০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, বলল আলিপুর হাওয়া অফিস

ধেয়ে আসছে কালবৈশাখী। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, সব কিছু ঠিক থাকলে রবিবার দুপুরের পর থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃ্ষ্টি শুরু হতে পারে।সোমবার থেকে কালবৈশাখীর ঝড়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে বৃষ্টিও। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে মঙ্গলবারও। তাপমাত্রা এক ধাক্কায় ৪ থেকে ৫ ডিগ্রি কমে যেতে পারে।

আলিপুর আবহাওয়া দফতর (Weather Update) সূত্রে জানা গিয়েছে, রবিবার কলকাতা–সহ দক্ষিণের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, বীরভূম, মুর্শিদাবাদ, এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সোমবার থেকেই বৃষ্টি বাড়ার সম্ভাবনাও রয়েছে। তবে এই বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে আবার ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।

আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ সোমনাথ দত্ত বলছেন, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী এলাকায় সোমবার থেকে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তাল হতে পারে সমুদ্রও। ঢেউয়ের উচ্চতা ১.২ মিটার পর্যন্ত হতে পারে। সে কারণে সোম থেকে বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।উত্তরবঙ্গেও একই সঙ্গে বৃষ্টির (Weather Update) সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে আগামী শনিবার পর্যন্ত সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। তবে সোমবারেও কোনও কোনও জেলায় তাপপ্রবাহের অস্বস্তি থাকবে। বিকেলে দিকে ঠান্ডা হাওয়া এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তবে রবিবারও পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে আংশিক তাপপ্রবাহ জারি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বিকেলের পর থেকে সংশ্লিষ্ট জেলাগুলিতেও আবহাওয়ার পরিবর্তন ঘটবে।