Site icon The News Nest

উচ্চ স্কুল নয়, প্রথমে খোলা উচিত প্রাথমিক স্কুল, মন্তব্য ICMR প্রধানের

school 111

স্কুল খুললে প্রথমেই প্রাথমিকদের ক্লাস দিয়েই শুরু করা উচিত। উঁচু ক্লাস দিয়ে নয়। মঙ্গলবার এমনটাই বললেন ICMR-এর ডিরেক্টর জেনারেল, ডঃ বলরাম ভার্গব। কিন্তু এর কারণ কী? তিনি জানান, বড়দের তুলনায় শিশুরা করোনার বিরুদ্ধে অনেক বেশি সুরক্ষিত। তাদের মধ্যে করোনা সংক্রমণের সংখ্যাও কম।

তাই রাজ্য সরকারগুলির স্কুল খোলার ক্ষেত্রে এই বিষয়টি মাথায় রাখা উচিত্, স্বাস্থ্য মন্ত্রকের সাংবাদিক সম্মেলনে জানান ডঃ বলরাম ভার্গব।ডঃ ভার্গব জানান, চতুর্থ দফার দেশব্যাপী সেরো-সার্ভের রিপোর্ট অনুযায়ী ৬-৯ বছর বয়সিদের প্রায় ৫৭.২%-ই করোনা ভাইরাসের সংস্পর্শে এসেছে। যা কিনা প্রাপ্তবয়স্কদের তুলনায় খুব বেশি ভিন্ন নয়।

তা সত্ত্বেও করোনা সংক্রমণের সংখ্যা শিশুদের মধ্যে কম। এছাড়া তৃতীয় ওয়েভে শিশুদের সংক্রমণ বেশি হবে, এই দাবির পেছনেও কোনও তথ্য প্রমাণ বা বৈজ্ঞানিক যুক্তি নেই। তাই স্কুল খোলার ক্ষেত্রে এ বিষয়ে ভাবনা প্রয়োজন, মত আইসিএমআর-এর।

Exit mobile version