Unrest might erupt in december Mamata Banerjee warns admin

Mamata Banerjee: ডিসেম্বরে অশান্তির আশঙ্কা, পুলিশকে ফের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ডিসেম্বরে বাংলায় হতে পারে অশান্তি। ফের পুলিশ প্রশাসনকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর কৃষ্ণনগরের প্রশাসনিক বৈঠকেও একই আশঙ্কা করলেন তিনি। পুলিশ প্রশাসনকে আরও সতর্ক থাকার বার্তা দিলেন তিনি। বিশেষত সীমান্ত এলাকায় নজর রাখার নির্দেশ মুখ্যমন্ত্রীর।

রানাঘাটের হবিবপুরে ছাতিমতলার প্রশাসনিক সভামঞ্চ থেকে মমতা বলেন, ডিসেম্বরে বাংলাজুড়ে অশান্তি পাকানোর চেষ্টা হচ্ছে।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “কমিউনাল পকেটগুলো এখন থেকে দেখে রাখুন। কেউ কেউ প্ল্যান করেছে  ডিসেম্বর  থেকে ধামাকা মানে কমিউনাল যুদ্ধ লাগাবে। কর্নাটকে ইতিমধ্য়েই লাগিয়েছে। তবে এটা বাঁচার পথ নয়। চৈতন্যদেবের জায়গায় দাঁড়িয়ে বলছি, জীবনটা শান্তির পথ। শান্তির আলো দেখার পথ।”

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই নদিয়ায় দাঁড়িয়েই গত ২ সেপ্টেম্বর বলেছিলেন, “ডিসেম্বরের পরে এই সরকারটা চলবে না। আমাদের কিচ্ছু করতে হবে না। এই সরকারটা এমনিতেই ভিতরে যাবে এবং মন্ত্রিসভার সব মিটিং ভিতরেই হবে।”

নভেম্বরের শুরুতে চেন্নাই সফরে যাওয়ার আগে নবান্নে মন্ত্রিসভার বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, নভেম্বর কিংবা ডিসেম্বরে রাজ্যে অশান্তি হতে পারে। এই আশঙ্কায় সকলকে সাবধান করেন রাজ্যের প্রশাসনিক প্রধান। কৃষ্ণনগরের প্রশাসনিক সভাতেও সেই একই আশঙ্কার কথা শোনা গেল মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) গলায়।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest