Site icon The News Nest

ভেঙেছে কালনাগিনী নদীর বাঁধ, ভাসছে কাকদ্বীপের বিস্তীর্ণ এলাকা, আতঙ্কে স্থানীয়রা

kalnagini

পূর্ণিমার ভরা কোটালের জলে বিপত্তি। ভাঙল কাকদ্বীপের ভুবননগরে কালনাগিনী নদীর বাঁধ। ধসে প্রায় দুশো ফুট এলাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। নদীতে মিশে গিয়েছে বিস্তীর্ণ এলাকা। স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। বাঁধ পাকা না হওয়ার কারণেই জলের ধাক্কায় ভেঙেছে বাঁধ। জল ঢুকছে লোকালয়ে। এলাকার পাশে বেশ কয়েকটি কাঁচা বাড়ি রয়েছে। আর তাতেই ছাদ হারানোর ভয় পাচ্ছেন বাসিন্দারা।

স্থানীয়দের অভিযোগ, বাঁধের সমস্যা দীর্ঘদিনের। আমফানের, ইয়াসের পর বাঁধ আরও ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপর বর্ষা আসায় তা কার্যত ভয়ঙ্কর আকার নিয়েছে। অথচ প্রশাসনের তরফে মেরামতির কোনও উদ্যোগই নেওয়া হয়নি বলে জানিয়েছেন তাঁরা। পরিস্থিতি সামাল দিতে বাঁধ মেরামতির কাজ শুরু করেছেন স্থানীয়রাই। যদিও যত শীঘ্র সম্ভব স্থায়ী কংক্রিটের বাঁধ নির্মাণের দাবি তুলেছেন তাঁরা। পাশাপাশি সাহায্যের আশ্বাস দিয়েছে পঞ্চায়েতও।

আরও পড়ুন : কন্ডোমের বদলে আঠা! মিলনের পরে মৃত্যু মাদকাসক্ত যুবকের

ছবিটা বহু জায়গায় কার্যত একই। ভুটানে অবিরাম বৃষ্টিপাতের কারণে ডুয়ার্সে হাতিনালার জল বেড়ে বিন্নাগুড়িতে ভেঙে গিয়েছে কালভার্ট। ফলে বেশকিছু যাতায়াতের পথ বন্ধ। গয়েরকাটার সঙ্গে বানারহাটের আপাতত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ঘুরপথে চলছে যানবাহন।যদিও গত কয়েকদিন ধরে ভ্যাপসা গরম অব্যাহত কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায়। আবহাওয়া দফতর সূত্রে খবর, অস্বস্তি বাড়বে কলকাতায়। দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আরও পড়ুন :  Yashrat: যশের সঙ্গে গিয়ে হাসপাতালে ভর্তি হলেন নুসরত! বৃহস্পতিবারেই কি ডেলিভারি?

Exit mobile version