Kurmi Samaj: After five days Kurmi agitation withdrawn from Purulia

Kurmi Samaj: পুরুলিয়ায় উঠল কুড়মিদের অবরোধ, মেদিনীপুরের খেমাশুলিতে বন্‌ধ চলছেই

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

টানা পাঁচদিনে পর পুরুলিয়ায় রেল-সড়ক অবরোধ তুলে নিল কুড়মি সম্প্রদায়। সাধারণ মানুষের ভোগান্তির কথা ভেবে এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন আদিবাসী কুড়মি সমাজের নেতা অজিত মাহাতো। অবরোধ আন্দোলন প্রত্যাহার করে আলোচনায় বসার জন্য নবান্ন থেকে চিঠি পাঠানো হয়েছিল। সেই চিঠি ফেরত পাঠিয়ে আলোচনায় বসার প্রস্তাব নাকচ করে দিয়েছে আদিবাসী কুড়মি সমাজ। পুরুলিয়াতে অবরোধ উঠলেও পশ্চিম মেদিনীপুরের খেমাশুলিতে এখনও অবরোধ আন্দোলন অব্যাহত রয়েছে।

রবিবার রাতে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক হয় কুড়মি নেতাদের। সেখান থেকে ফিরে এসে নিজেদের মধ্যে বৈঠক হয় নিজেদের মধ্যে। এরপরেই নবান্ন থেকে চিঠি যায় তাঁদের কাছে এবং তারপরেই ঘোষণা করা হয় এই কথা। নবান্ন থেকে পাঠানো চিঠিতে বলা হয়, আগামী ১০ তারিখ দুপুর ১২টায় বৈঠক ডাকা হয়েছে। সেখানে আমন্ত্রন জানানো হয় কুড়মি সমাজের প্রতিনিধিদের। সেখানে বিস্তারিত আলোচনার কথাও জানানো হয়।

আরও পড়ুন: Ram Navami: রামের মিছিলে রিভলভার! ভিডিয়ো প্রকাশ্যে আনল তৃণমূল

যদিও এই চিঠি প্রত্যাহার করেছে কুড়মি সমাজ। মুখ্য উপদেষ্টা অতিজ প্রসাদ মাহাতো জানিয়েছেন আগামিদিনে তাঁরা বৈঠকে বসছেন না। পুরুলিয়ার কুস্তাউর স্টেশনে নবান্নের চিঠি আন্দোলনকারীদের পড়ে শোনান অজিত প্রসাদ মাহাতো। তাঁদের বক্তব্য রাজ্য সরকারের যে সিআরআই কমেন্ট এবং জাস্টিফিকেশন পাঠানোর কথা তা তাঁরা পাঠাচ্ছেন না। তাঁদের বক্তব্য আন্দোলন তোলার জন্য বারবার চাপ দেওয়া হলেও তাঁদের দাবির ভিত্তিতে আলোচনার জন্য একবারও বসছেনা প্রশাসন। এই কারণেই সোমবারের বৈঠকে বসছেন না কুড়মি সমাজের প্রতিনিধিরা।

কুড়মি সমাজকে এসটি তালিকায় অন্তর্ভুক্তি, সারনা ধর্মের স্বীকৃতি, কুড়মালি ভাষাকে সংবিধানের অষ্টম তফশিলের অন্তর্ভুক্তি-সহ একাধিক দাবিতে পাঁচ দিন ধরে লাগাতার আন্দোলন চালাচ্ছিল কুড়মি সম্প্রদায়। প্রশাসনের সঙ্গে একাধিকবার বৈঠকের পরও কোনও সমাধান সূত্র মেলেনি। লাগাতার ট্রেন অবরোধে ব্যাহত হয় দক্ষিণ-পূর্ব রেলে ট্রেন চলাচল। আন্দোলনের জেরে পাঁচদিনে ৫০০ ট্রেন বাতিল করা হয়েছে। ১০০ ঘণ্টার বেশি অবরুদ্ধ হয়েছে জাতীয় সড়ক। খেমাশুলিতে যাতে অবরোধ তুলে নেওয়া হয় তার জন্যে চেষ্টা চালাচ্ছে পুলিশ-প্রশাসন।

টানা পাঁচদিন ধরে ট্রেন চলাচল বন্ধ থাকার বিপুল ক্ষতি হয়েছে রেলের। অবিলম্বে কুড়মি সমস্যা মেটানোর জন্য মুখ্যসচিবকে চিঠি দিয়েছিল রেল কর্তৃপক্ষ। অবরোধ তুলতে প্রয়োজনে রেল পুলিশ রাজ্যের পুলিশকে সহযোগিতা করবে বলে চিঠিতে জানানো হয়েছে।

আরও পড়ুন: Viral Video: হাতে সিগারেট নিয়ে জাতীয় সঙ্গীতের অবমাননা, ভিডিয়ো ভাইরাল হতেই বিপাকে দুই কিশোরী

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest