Site icon The News Nest

West Bengal By Election: মন্দিরে পুজো দিয়ে মনোনয়ন পেশ শোভনদেব সহ ৩ তৃণমূল প্রার্থীর

SOVON

পুজো মিটলেই আগামী ৩০ অক্টোবর রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে। ইতিমধ্য়েই কার্যকর হয়ে গিয়েছে নির্বাচনী আচরণবিধি। তারই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দিলেন তিন আসনের তৃণমূল প্রার্থী। এদিন নিজ নিজ কেন্দ্রে মনোনয়ন জমা দেন শোভনদেব চট্টোপাধ্যায়, উদয়ন গুহ এবং ব্রজকিশোর গোস্বামী।

এদিন সকালে খড়দহের শ্যামসুন্দর মন্দিরে পুজো দিয়ে মনোনয়পত্র জমা করতে যান তিনি। মন্দিরে পুজো দেওয়ার পর তাঁর মাথায় ছিল লাল ‘চুনরি’। ৩০ সেপ্টেম্বর খড়দহ (Khardah)-সহ রাজ্যের চার কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন (West Bengal By Election)। ভোটের ফলপ্রকাশের আগেই মৃত্যু হয়েছিল তৃণমূল প্রার্থী কাজল সিনহার। তাঁর পরিবর্তে এবার প্রার্থী হয়েছেন বর্ষীয়ান মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। নাম ঘোষণার পর থেকেই জোরদার প্রচার চালাচ্ছেন তিনি।

মন্দির থেকে বেরিয়ে শোভনদেব বলেন, “খড়দহে প্রথম যেদিন এসেছিলাম সেদিন শ্যামসুন্দর মন্দিরে পুজো দিয়েছিলাম। এদিনও সেখানে পুজো দিয়ে মনোনয়ন জমা করতে যাচ্ছি। প্রার্থনা করলাম, আশীর্বাদ চাইলাম। বিধানসভা ভোটে এখনও পর্যন্ত হারিনি। এবারও জেতার প্রার্থনা করলাম।” প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার আগেই করোনায় মৃত্যু হয় খড়দহের তৃণমূল প্রার্থী কাজল সিনহার। ফল প্রকাশের পর জানা যায়, তিনি জয়ী হয়েছিলেন। পরবর্তীতে ভবানীপুরের বিধায়ক পদ ছাড়েন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। পরে জানা যায় প্রয়াত কাজল সিনহার আসনে লড়ছেন তিনি। কাজল সিনহার স্ত্রী জানিয়েছিলেন, শোভনদেব চট্টোপাধ্যায় তাঁর দাদার মতো। প্রয়োজনে তাঁর হয়ে বাড়ি বাড়ি গিয়ে প্রচারও করবেন প্রয়াত তৃণমূল নেতার স্ত্রী।

কোচবিহারের দিনহাটা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী উদয়ন গুহ এদিন মহকুমা শাসকের দফতরে মনোনয়নপত্র জমা দিলেন। শান্তিপুর উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামী। রানাঘাট মহকুমা শাসকের দফতরে উপস্থিত ছিলেন যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ, কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র, রানাঘাট সাংগঠনিক জেলার সভাপতি রত্না ঘোষ কর।

Exit mobile version