হঠাৎ শ্বাসকষ্ট শুরু অনুব্রত’র, তড়িঘড়ি আনা হচ্ছে কলকাতায়

জানা গিয়েছে, এ দিন দুপুর সাড়ে ৩টে নাগাদ তাঁকে নিয়ে কলকাতার উদ্দেশে রওনা দিয়েছেন কর্মীরা।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

শ্বাসকষ্টে বেশ কাহিল। অ্যাম্বুল্যান্সে করে কলকাতার বেসরকারি হাসপাতালে আনা হচ্ছে অসুস্থ অনুব্রত মণ্ডলকে। আর কিছুক্ষণের মধ্যেই কলকাতায় পৌঁছে যাবেন তিনি। তারপরেই শুরু হবে চিকিৎসা। এমনকি তাঁর কী কী সমস্যা রয়েছে সেই বিষয়েও স্পষ্ট ধারণা পাওয়া যাবে। তবে এ দিন তাঁর শরীর খারাপের খবর প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন হয়ে পড়েন অনুগামীরা।

পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই শারীরিকভাবে অসুস্থ বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বীভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল। যিনি সকলকে পাঁচন, গুড়-বাতাসার নিদান দেন দিবা-রাত্র, সেই অনুব্রত মণ্ডল নাকি কাহিল হয়ে পড়েছেন। দলীয় সূত্রে জানা গিয়েছে, শ্বাসকষ্ট, হালকা জ্বর, শরীর দুর্বলতা রয়েছে তাঁর।

জানা গিয়েছে, এ দিন দুপুর সাড়ে ৩টে নাগাদ তাঁকে নিয়ে কলকাতার উদ্দেশে রওনা দিয়েছেন কর্মীরা। অ্যাপোলো হাসপাতালে তাঁকে ভর্তি করা হবে বলে দল সূত্রে খবর। করোনা পরিস্থিতিতে এ ভাবে শ্বাসকষ্ট নিয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন তাঁর অনুগামীরা। শ্বাসকষ্ট শুরু হলে সাধারণত তাঁকে অক্সিজেন দেওয়া হয়। এ দিন অক্সিজেন দিয়েও শ্বাসকষ্ট কমেনি বলেই সূত্রের খবর। তাতেও সুরাহা না হওয়ায় চিকিৎসকদের পরামর্শেই তাঁকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে।

আরও পড়ুন: ‘মিনি টর্নেডো’ ব্যান্ডেল-নৈহাটিতে, দোকান উড়ে পড়ল খালে, নুয়ে পড়েছে নারকেল গাছ

জানা গিয়েছে, করোনা সদৃশ উপসর্গ থাকায় তাঁর অ্যান্টিজেন টেস্ট করা হয়েছিল, সেই রিপোর্ট নেগেটিভ এসেছে। ফলে কিছুটা স্বস্তিতে পরিবার। যদিও ফের তাঁর RT-PCR টেস্ট করান হতে পারে। তৃণমূলের এই দাপুটে নেতার অক্সিজেনের সমস্যার কথা এক সময় বলেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি বলেছিলেন, ‘ওর মাথায় অক্সিজেন কম যায়।’ বিষয়টা নিয়ে মস্করা হলেও বীরভূমের বেতাজ বাদশা যে সত্যিই শারীরিক সমস্যায় ভোগেন, সে কথা নিজেও স্বীকার করেছেন তিনি। নিয়মিত চিকিৎসকের তত্ত্বাবধানে থাকতে হয় তাঁকে।

সম্প্রতি রাজ্যের বহু রাজনৈতিক নেতা-নেত্রীকে করোনা আক্রান্ত হতে দেখা গিয়েছে। যদিও এখনও অনুব্রত-র করোনা পরীক্ষা হয়নি। তবে উপসর্গ চিন্তায় ফেলেছে চিকিৎসকদের। বর্তমানে করোনা আক্রান্ত হয়ে হাসাপাতালে রয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।

আরও পড়ুন: বাংলায় বাড়ল কার্যত লকডাউনের মেয়াদ, ১৫ জুন পর্যন্ত কড়া বিধিনিষেধ

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest