Anubrata Mondal Threats To Gherao Visva Bharati University Vice Chancellor

৩ দিন ঘেরাও করব, পারলে আটকান, বিদ্যুতের ‘পাগলামি’ সারাতে দাওয়াই Anubrata-র

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

বিশ্বভারতীর উপাচার্যকে আগেই ‘পাগল’ তকমা দিয়েছেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। এবার তিন ছাত্রকে বহিষ্কার ও দুই অধ্যাপককে সাসপেন্ড করার ঘটনায় উপাচার্যকে রীতিমত হুঁশিয়ারি দিলেন তিনি। অনুব্রত বলেন, ‘উপাচার্যকে তাঁর বাড়ির মধ্যেই তিনদিন ঘেরাও করবে বিশ্বভারতীর কর্মী ও অধ্যাপকরা। তৃণমূল তাদের সমর্থন করবে। উপাচার্যের পাগলামি ছাড়িয়ে দিতে হবে।’

জানা গিয়েছে, ৩ ছাত্রকে বহিষ্কার ও ২ অধ্যাপককে সাসপেন্ড করার ঘটনায় ক্ষুব্ধ বিশ্বভারতীর অধ্যাপক, কর্মী এবং ছাত্রেরা।বুধবার অনুব্রতের বাড়িতে যান বিশ্বভারতীর অধ্যাপকদের নিয়ে গঠিত সংগঠন ভিবিইউএফএ (বিশ্বভারতী ইউনিভার্সিটি ফ্যাকাল্টি অ্যাসোসিয়েশন)-র সদস্যরা। সূত্রে খবর, তাঁরা অনুব্রতের কাছে বিশ্বভারতীর উপাচার্যের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। সংগঠনের সদস্যরা উপাচার্যের ‘স্বৈরাচারী’ মনোভাবের বিরুদ্ধে আন্দোলনে নামার কথাও জানান অনুব্রতকে।

আরও পড়ুন: পৃথক উত্তরবঙ্গের দাবি, বার্লার পাশে বসে দলের অবস্থান স্পষ্ট করলেন দিলীপ ঘোষ

ভিবিইউএফএ-এর আন্দোলনে পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছেন অনুব্রত। তিনি বলেন, ‘‘ভিসি-কে বাড়িতে ঘেরাও করবে। তৃণমূল কংগ্রেস পুরো সাপোর্ট করব।’’ অনুব্রতর মতে, ‘‘উনি (বিশ্বভারতীর উপাচার্য) যে ভাবে আরম্ভ করেছেন, বিশ্বভারতী বন্ধ রেখে একেবারে জঞ্জালে ভর্তি হয়ে গিয়েছে। পরিষ্কার-পরিচ্ছন্ন নয়।’’ পাশাপাশি তাঁর ব্যাখ্যা, ‘‘পাগল ভিসি তো। ওঁর পাগলামিটা ছাড়াতে হবে। কী ভাবে ছাড়াতে হয় সেটা আমরা জানি।’’

কবে আন্দোলন শুরু হবে? এ প্রশ্নের স্পষ্ট জবাব দেননি বীরভূমের ওই দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা। ঘেরাওয়ের তারিখ নিয়ে রহস্য জিইয়ে রেখে তাঁর হুঁশিয়ারি, ‘‘২ তারিখের পর যে কোনও এক দিন শুরু করব। একনাগাড়ে তিন দিন ঘেরাও করে রাখব। পারলে আটকাবেন।’’

তৃণমূল সূত্রে খবর, আগামী ১ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম সফর করতে পারেন। তাই ওই সময়ের পরেই উপাচার্যকে ঘেরাও অভিযানে ঝাঁপাতে পারে তৃণমূল।

আরও পড়ুন: জাতীয় স্তরে প্রশংসিত মমতা সরকারের আরও এক প্রকল্প, দেশের মধ্যে ১ নম্বরে ‘বাংলার বাড়ি’, জানাল কেন্দ্র

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest