চার দিন আগে হেলিকপ্টার দুর্ঘটনায় জেনারেল বিপিন রাওয়তের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী হাবিলদার সতপাল রাইয়ের মৃত্যু হয়। দার্জিলিঙের তাকদার বাসিন্দা সতপালের কফিনবন্দি দেহ রাজ্যে পৌঁছাল রবিবার।
এ দিন বাগডোগরা বিমানবন্দরে মৃত সেনাকর্মীকে শেষশ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তা, রাজ্যের প্রাক্তন মন্ত্রী গৌতম দেব প্রমুখ। সেখান থেকে ব্যাঙডুবি বিমানঘাঁটিতে শ্রদ্ধা জানানোর পর সেনাবাহিনীর শববাহী শকটে করে দেহ নিয়ে যাওয়া হয় তাকদায় তাঁর গ্রামের বাড়ির উদ্দেশে।
গত ৮ ডিসেম্বর তামিলনাড়ুর কন্নুরে হেলিকপ্টার দুর্ঘটনায় একমাত্র গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংহ ছাড়া ওই দুর্ঘটনায় হেলিকপ্টারে সওয়ার ১৪ জনের মধ্যে ১৩ জনেরই মৃত্যু হয়েছে। বরুণ বর্তমানে ওয়েলিংটনের সামরিক হাসপাতালে চিকিৎসাধীন।
জানা যায়, কপ্টার দুর্ঘটনায় সতপাল-সহ বেশ কয়েক জনের দেহ আগুনে এতটাই ঝলসে গিয়েছিল যে, তাঁদের শনাক্ত করতে বেগ পেতে হয়। শেষে ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনিবার শনাক্ত হয় সতপালের দেহ।
১৯৭৮ সালে জন্ম, ২০০০ সালে সেনাবাহিনীতে যোগ দেন সতপাল। গত ১০ বছর ধরে তিনি ছিলেন রাওয়তের ছায়াসঙ্গী। কাজের সূত্রে দিল্লিতেই থাকতেন। গত ২১ নভেম্বর ছুটি কাটিয়ে দিল্লি ফিরে যান।
সোমবার পূর্ণ সামরিক মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। চোখের জলে ঘরের ছেলেকে শেষ শ্রদ্ধা জানাতে তৈরি হচ্ছে তাকদা গ্রাম।