earthquake in north Bengal no casualty reported

North Bengal: গভীর রাতে ভূমিকম্প উত্তরবঙ্গে, কম্পন স্বল্পস্থায়ী

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল দার্জিলি, শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের (North Bengal) বিস্তীর্ণ অঞ্চল। শুক্রবার রাত ১১টা ৫৯ মিনিটে মৃদু কম্পন অনুভূত হয় দার্জিলিং (Darjeeling), কালিম্পং (Kalmpong), কার্শিয়াং (Kurseong), শিলিগুড়ি (Siliguri), আলিপুরদুয়ার (Alipurduar) সহ বিস্তীর্ণ অঞ্চলে। যদিও কম্পনের উৎসস্থল ছিল ভুটান।

তারই প্রভাব পড়ে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, শিলিগুড়ি ও আলিপুরদুয়ারে। তবে কম্পনের তীব্রতা খুব বেশি ছিল না। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা কোথাও ছিল ৩.১ ও কোথাও ছিল ৪.১। স্থায়িত্বও খুব বেশিক্ষণ ছিল না। ফলে প্রাণহানি বা ক্ষয়ক্ষতির কোনও ঘটনা ঘটেনি। তবে একে টানা বৃষ্টি, তার উপর রাত-দুপুরে ভূমিকম্পের ঘটনায় পাহাড় থেকে সমতলে আতঙ্ক ছড়িয়েছে।

আরও পড়ুন: Chicken Price in Bengal: ফের বাড়ল মুরগির মাংস- ডিমের দর! আজ আপনার জেলায় কত?

শুক্রবার রাত বারোটা নাগাদ পর পর দু’বার ঝাঁকুনি অনুভূত হয় উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কিছু বোঝার আগের পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। তবে হঠাৎ ভূমিকম্প অনুভূত হওয়ায় বাসিন্দারা আতঙ্কে বাড়ির বাইরে বেরিয়ে আসেন। কম্পন বেশি ক্ষণ স্থায়ী না হওয়ায় তাঁদের স্বস্তি ফিরে আসে। ভূ-বিজ্ঞানীরা জানিয়েছেন, এই ভূমিকম্পের উৎসস্থল ভুটানের রাজধানী থিম্পু থেকে ৬৩ কিলোমিটার দূরে দক্ষিণ-পূর্বে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪.৭।

এদিকে, আলিপুর আবহাওয়া দফতর ইতিমধ্যে আরও ৫ দিন উত্তরবঙ্গের ৫ জলা- দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। এর মধ্যে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে তিস্তা, তোর্সা, জলঢাকা, আত্রেয়ী সহ পাহাড়ি নদীগুলিতে জলস্তর বেড়েছে। এর উপর এই রাতের ভূমিকম্প নতুন করে আতঙ্ক বাড়াল।

আরও পড়ুন: Nirmal Maji: মমতাকে সারদাদেবীর সঙ্গে তুলনা নির্মল মাঝির, ক্ষুব্ধ বেলুড় মঠ, পাশে নেই দলও

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest