Babita Sarkar: After HC's order she joins the school at Cooch Behar

Babita Sarkar: ‘‌অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের শিক্ষা দেব’‌, পরেশ অধিকারীর মেয়ের স্কুলে যোগ দিলেন ববিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

লড়াইটা সহজ ছিল না। কারণ লড়াই করতে হয়েছিল রাজ্যের মন্ত্রীর মেয়ের বিরুদ্ধে। দীর্ঘ আইনি লড়াই। তবে আদালতে দাঁড়িয়ে নিজের অধিকার ছিনিয়ে নিয়েছিলেন আর এক বাংলার মেয়ে। অবশেষে সাফল্য পেলেন। হ্যাঁ, তিনি ববিতা সরকার। আজ, সোমবার কোচবিহারের মেখলিগঞ্জের ইন্দিরা উচ্চ বালিকা বিদ্যালয়ে শিক্ষিকা হিসাবে কাজে যোগ দিলেন। এই স্কুলেই চাকরি করতেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী। যে নিয়োগকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে গিয়েছিলেন ববিতা। কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি থেকে বরখাস্ত হন অঙ্কিতা। আর নিয়োগপত্র পান ববিতা।

সোমবার ববিতা স্কুলে যোগদান করে সংবাদ মাধ্যমকে জানান, “আমি কারও বিরুদ্ধে লড়াই করিনি। মেধাতালিকায় বিভ্রাট ছিল, তার বিরুদ্ধেই মামলা করেছিলাম। আমার কারও সঙ্গে ব্যক্তিগত শত্রুতা নেই। তাই আমি ভয় পাচ্ছি না।” এদিন তিনি স্কুলে গিয়ে তাঁর যাবতীয় নথি জমা থেকে সই-স্বাক্ষর করেন।

আরও পড়ুন: Local Train: স্টেশনে ঢোকার মুখে উল্টে গেল লোকাল ট্রেনের কামরা, চাঞ্চল্য বর্ধমানে

রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা হিসাবে যোগ দিয়ে ববিতা বলেন, ‘দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান হল। আমি খুব খুশি হয়েছি। কলকাতা হাইকোর্টের নির্দেশে এই স্কুলে যোগ দিয়েছি। আগামী দিনে দায়িত্ব সহকারে এই কাজ করব।’

পড়ুয়াদের প্রতি রাষ্ট্রবিজ্ঞানের এই শিক্ষিকার বার্তা, ‘আমি এতদিন ধরে যে শিক্ষা পেয়েছি, তা ছাত্রীদের মধ্যে বিলিয়ে দেওয়ার চেষ্টা করব। ছাত্রীরাও যাতে ন্যায়ের পথে চলতে পারে, অন্যায় দেখে যাতে তারাও প্রতিবাদ করতে পারে সেই শিক্ষা দেব।’

আরও পড়ুন: Mithun Chakraborty: এক বছর পর বাংলায় মিঠুন, বিকেলে বিজেপি রাজ্যদপ্তরে বৈঠক, যোগ দিতে পারেন দলীয় কর্মসূচিতেও

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest