Bangaon to Sealdah train service disrupted due to an accident

চাকায় জড়়িয়ে গেল ষাঁড়ের শরীর, ডাউন বনগাঁ-শিয়ালদহ লাইনে পরপর ট্রেন দাঁড়িয়ে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

সপ্তাহের শুরুতেই ট্রেন বিভ্রাট বনগাঁ-শিয়ালদহ লাইনে। দুর্ঘটনার জেরে ব্যাহত হল ট্রেন পরিষেবা। যার জেরে বিভ্রাটের মুখে পড়লেন নিত্যযাত্রীরা।

ঠিক কী হয়েছিল ঘটনাটা? স্থানীয় সূত্রে খবর, রেললাইন পার হচ্ছিল ষাঁড়টি। সেইসময় ডাউন বনগাঁ- মাঝেরহাট লোকাল হাবড়ার সংহতি স্টেশনের কাছে ছিল। আচমকাই ষাঁড়টি ট্রেনটির কাছে চলে আসে। ট্রেনের সামনের চাকায় ষাঁড়টির শরীরের একাংশ জড়িয়ে যায়। এদিকে এর জেরে ট্রেনটি কিছুটা গিয়েই থমকে যায়।

আরও পড়ুন: ভিডিও কল রিসিভ করতেই আপত্তিকর অঙ্গভঙ্গি নগ্ন যুবতীর, পুলিশের দ্বারস্থ বামনেতা

এদিকে রেললাইনে ট্রেনটি দাঁড়িয়ে পড়ায় মারাত্মক বিভ্রাট শুরু হয়ে যায়। ওই লাইনে এরপর একের পর এক স্টেশনে ট্রেন দাঁড়িয়ে পড়তে শুরু করে। এদিকে ট্রেনটি সরানো না হলে অন্যান্য ট্রেনও ওই লাইনে যাতায়াত করতে পারছে না। এর জেরেই সমস্যা বাড়তে থাকে। এদিকে রেল লাইন সংলগ্ন এলাকায় বেড়া দেওয়ার ব্যাপারেও কথাবার্তা চলছে।

এ বিষয়ে শিয়ালদহের ডিআরএম এসপি সিং জানিয়েছেন, ওই দুর্ঘটনার ফলে ট্রেনটির ব্রেকের এয়ারপাইপ লিক করেছে। ফলে ব্রেক কাজ করছে না। তা মেরামতির কাজ চলছে। রেল বোর্ডের তরফে আগে জানানো হয়েছিল, রেললাইনে আশেপাশে ফেন্সিং লাগানো হবে, যাতে আচমকা কোনও প্রাণী রেলট্র্যাকে চলে আসতে না পারে।  তাহলে কেন সংহতি স্টেশনের কাছে এমন দুর্ঘটনা ঘটল? এ নিয়ে এসপি সিং জানান, যেসব রেলপথে ঘণ্টায় ১৬০ কিলোমিটারের বেশি গতি নিয়ে ট্রেন চলাচল করে, সেসব ট্র্যাক ফেন্সিংয়ে ঘেরা হবে। লোকাল জায়গায় এমন ফেন্সিং সম্ভব নয়।

আরও পড়ুন: Visva-Bharati University: জাতি বৈষম্যমূলক মন্তব্য করে ছাত্রকে অপমান, গ্রেফতার বিশ্বভারতীর অধ্যাপক

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest