Bangla Diwas: West Bengal assembly passes resolution to observe April 15 as Bengal Day

Bangla Diwas: রাজ্যপাল সই না করলেও ১ বৈশাখই বাংলা দিবস, রাজ্য সঙ্গীত ‘বাংলার মাটি বাংলার জল’, প্রস্তাব পাশ বিধানসভায়

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

১লা বৈশাখ দিনটিকেই বাংলার প্রতিষ্ঠা দিবস হবে। সেই সঙ্গে ‘বাংলার মাটি, বাংলার জল’ হবে রাজ্য সঙ্গীত বিধানসভার পরে এদিন ট্যুইট করে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, গত ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করেছিল রাজভবন। সেই দিনের বিরোধিতা করে রাজ্য সরকার। এই কারণেই নয়া কমিটি গঠন করা হয়েছিল। ইতিমধ্যেই এই প্রসঙ্গেই বৈঠক হয়েছে বিধানসভায়। এদিকে ‘পশ্চিমবঙ্গ দিবসে’র দিনক্ষণ কখন হবে, তা নিয়ে সর্বদলীয় বৈঠক আগেই ডেকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত ২৯ অগাস্ট বিকেল ৪:৩০ নাগাদ নবান্ন সভাঘরে এই বৈঠক হয়। সূত্রের খবর, ‘পশ্চিমবঙ্গ দিবসে’র নয়া দিন হিসাবে ১লা বৈশাখের দিনটাই স্থির করতে তখন চেয়েছিল রাজ্য সরকার।

এদিন ১৬৭-৬২ ভোটে প্রস্তাব পাশ হয়ে যায়। একজন অনুপস্থিত ছিলেন। অর্থাৎ পয়লা বৈশাখ ‘বাংলা দিবস’ পালিত হবে বলে প্রস্তাব পাশ হয়। যদিও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) দৃঢ়সংকল্প যে পয়লা বৈশাখ দিনটিতে ‘বাংলা দিবস’ (Bangla Divas) পালনের প্রস্তাব রাজ্য সরকারের তরফে রাজ্যপালের কাছে পাঠানো হলে যাতে সই না করা হয়, তার জন্য রাজ্যপালের কাছে আবেদন জানাবেন বিরোধীরা। নিজের বক্তব্য এই প্রসঙ্গটি উল্লেখ করে মুখ্যমন্ত্রীরও পালটা হুঁশিয়ারি, ”রাজ্যপাল সই না করলেও আমরা ওই দিনটিতেই বাংলা দিবস হিসেবে পালন করব।” এনিয়ে দীর্ঘ ইতিহাসের কথাও বিস্তারিত বলেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: Sutapa Murder Case: সুতপা খুনে বড় রায়, প্রেমিককে ফাঁসির সাজা শোনাল আদালত

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ”১৯৪৭ সালের ২০ জুন বাংলায় রাজ্যই প্রতিষ্ঠা হয়নি। কোনও মর্যাদাকর ঘটনা ঘটেনি। অনেক পুরনো রাজ্য বাংলা। ব্রিটিশরা যাওয়ার আগে দুটো ভাগে ভেঙে দিয়ে যায়। লক্ষ বাঙালি ধ্বংস হয়ে গিয়েছিল। মূল পশ্চিমবঙ্গ তৈরি হয় ১৫ আগস্ট। পরে আরও অংশ জুড়েছে। আমাদের কাছে অনেক পরামর্শ এসেছিল। ইমাম, রাজবংশী, তপশিলি, হিন্দি, উর্দুভাষী, মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহামেডান ক্লাব এসেছিল। অনেক পরামর্শ এসেছে। রাখির দিনের কথা বলেছেন কেউ কেউ। হিন্দু মহাসভাও এসেছিল। ৯৯% লোক বলেছে, পয়লা বৈশাখ দিনটিই পালিত হোক।”

তিনি আরও বলেন, কিন্তু এমন একটা দিন করা উচিত যেই দিনটা বাংলার সঙ্গে লেগে আছে। তাঁর কথায়,  ”বাংলার ক্যালেন্ডারের প্রথম দিন ১ বৈশাখ। বাঙালি শুভ কাজের সূচনা করে এই দিন। সেই দিনটা আমরা বাংলা রাজ্যের প্রতিষ্ঠার দিবস করতে চাই। আর ‘বাংলার মাটি বাংলা জল’কে ‘রাজ্য সংগীত’ করতে চাই। একটা রাজনৈতিক দল আছে, তাঁরা আগেই বলে গেলেন যে তাঁরা রাজভবন যাবেন। যাতে সই না করেন। না করতে পারেন। কিন্তু জোর করে চাপিয়ে দেবেন না। কে সমর্থন করল, না করল কিছু যায় আসে না। আমাদের নির্দেশ থাকবে, ১ বৈশাখ আমরা রাজ্য দিবস পালন করব। আর ওই গানটিকে আমরা রাজ্য গান করব। বাংলার জয়গান গাও। মাটির জয়গান গাও।”

আরও পড়ুন: Mamata Banerjee: নিজের বেতন না বাড়িয়ে মন্ত্রী, বিধায়কদের ৫০০ শতাংশ বেতনবৃদ্ধি মুখ্যমন্ত্রীর

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest