BGBS 2022: massive investment inflow in bengal, said CM Mamata Banarjee

BGBS: দু’দিনে ৩ লক্ষ ৪২ হাজার কোটিরও বেশি বিনিয়োগ প্রস্তাব, বাণিজ্য সম্মেলনে ঘোষণা মুখ্যমন্ত্রীর

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

প্রথম দিনের পর আজ দ্বিতীয় দিনেও কয়েকটি বড় বড় বিনিয়োগ পেয়েছে বাংলা। দ্বিতীয় দিনে শিল্পপতিদের বক্তব্যের পরে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চে বক্তব্য রাখেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন গত দু’দিনে এই সম্মেলনে অভূতপূর্ব সাড়া পাওয়া গিয়েছে। এদিন মঞ্চ থেকে বড় ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।  

মমতা জানিয়েছেন, স্রেফ গত ৪৮ ঘণ্টায় বিভিন্ন সংস্থার সঙ্গে ১৩৭টি মউ স্বাক্ষর করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর দাবি, এই বিরাট অঙ্কের বিনিয়োগ প্রস্তাব কার্যকরী হলে ৪০ লক্ষ বেকারের কর্মসংস্থান হবে। মমতা জানিয়েছেন, এবারের বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন (Bengal Global Business Summit) এখনও পর্যন্ত সবচেয়ে সফল সম্মেলন। মুখ্যমন্ত্রী এও জানিয়েছেন যে, এই বিরাট অংকের বিনিয়োগের প্রস্তাব ফলপ্রসূ হলে রাজ্যে প্রায় ৪০ লক্ষ বেকারের কর্মসংস্থান হবে। এখানেই শেষ নয়, মুখ্যমন্ত্রীর দাবি, এবারের এই বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন এখনও পর্যন্ত সবথেকে সফল সম্মেলন।

উল্লেখ্য, এই সম্মেলন নিয়ে বিরোধীরা বেশ কয়েকদিন ধরেই নানা বিরুদ্ধ কথা বলে চলেছেন। রাজ্য সরকারের সমালোচনা করার লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই লগ্নি টানার উদ্যোগের সাফল্য নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন বিরোধী রাজনৈতিক শিবিরের নেতৃত্ব। বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের দ্বিতীয় দিনে মুখ্যমন্ত্রী বিরোধীদের তোলা সেই সব প্রশ্নের এবং সমালোচনার মোক্ষম জবাব দিলেন। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন যে, বিগত বাণিজ্য সম্মেলনগুলি মিলিয়ে বাংলায় এখনও পর্যন্ত মোট ১২ লক্ষ কোটি টাকার বিনিয়োগ হয়েছে বাংলায়। এর মধ্যে আবার বেশ কিছু প্রকল্পের কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। যার ফল আসাও শুরু হয়েছে। আবার কিছু কিছু প্রকল্পের কাজ এখনও জারি রয়েছে।

আরও পড়ুন: By-Election 2022 Result: বালিগঞ্জে জয় বাবুল সুপ্রিয়র, আসানসোলে বাজিমাত শত্রুঘ্ন সিনহার

এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘অনেকে আমাকে বলেছিল, এখন শিল্প সম্মেলন করবেন না। এখন কারা বিনিয়োগ করবে? বিশ্বের বিভিন্ন প্রান্তের শিল্পদ্যোগীরা বিনিয়োগ করতে চাইবেন না। কিন্তু আমি বলেছিলাম চলুন না করে দেখি। মানুষের মধ্যে আত্মবিশ্বাস বাড়াতে হবে।’

এর পাশাপাশি শিল্পদ্যোগীদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর বিশেষ বার্তা ছিল যে, ‘বাংলায় এখন স্থিতিশীলতা এসেছে। তাই চিন্তার কোনও কারণ নেই। বিপর্যয় আসতেই পারে, কিন্তু তাতে উন্নয়ন আটকাবে না। বিপর্যয় আসে-যায়। উন্নয়নের কাজ চালিয়ে যেতে হবে। এমন মহামারী আসতেই পারে। এরপর এলে আমরা লড়াই করব। বাংলা রাস্তা দেখিয়েছে। এবার বাকিরাও করবে। এটা শিল্পের উৎসব। আমরা ধর্মীয় উৎসব করি। এবার শিল্পের উৎসব পালন করছি।’ মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে, সামনের বছরে এই সম্মেলন হবে ১, ২ আর ৩ ফেব্রুয়ারি।

আরও পড়ুন: সুখবর! সরকারি কর্মচারীদের বোনাস ঘোষণা নবান্নের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest