Birbhum TMC leader Anubrata has scrotum infection medical board treating him at sskm hospital

Anubrata Mandal: জমেছে পুঁজ, বাদ যেতে পারে অণ্ডকোষ, আপাতত উডবার্নেই থাকবেন অনুব্রত

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

একাধিক সমস্যা নিয়ে আপাতত এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে চিকিৎসাধীন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। মঙ্গলবার তাঁর জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের চিকিৎসকেরা বৈঠক করেন। হাসপাতাল সূত্রে খবর, অনুব্রতের অণ্ডকোষে সংক্রমণ ধরা পড়েছে। সংক্রমণ নিয়ন্ত্রণে চিকিৎসা শুরু করেছে মেডিক্যাল বোর্ড। তবে সংক্রমণ নিয়ন্ত্রণে এখনই অস্ত্রোপচারের প্রয়োজন নেই।

গোরুপাচারকাণ্ডে সিবিআই দফতরে হাজিরা দিতে বেরিয়ে SSKM-এর উডবার্ন ওয়ার্ডে ভর্তি হন অনুব্রত মণ্ডল। তাঁর চিকিৎসায় গঠিত হয় মেডিক্যাল বোর্ড। তার পর থেকে একের পর এক পরীক্ষায় তাঁর একাধিক শারীরিক জটিলতার সন্ধান পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

আরও পড়ুন: ভিড়ে ঠাসা ডায়মন্ড হারবার লোকালের যাত্রী আস্ত ঘোড়া! ছবি ভাইরাল অথচ জানে না রেল কর্তৃপক্ষ

হাসপাতাল সূত্রের খবর, অনুব্রত মণ্ডলের অণ্ডকোষে পুঁজ জমেছে। যার জেরে যন্ত্রণা হচ্ছে তাঁর। এছাড়া অনুব্রত মণ্ডলের ফুসফুসের কার্যক্ষমতা নিয়েও চিন্তিত চিকিৎসকরা। মাত্র ৭২ মিটার হাঁটলেই তাঁর রক্তে অক্সিজেন সম্পৃক্ততা হ্রাস পাচ্ছে। দিতে হচ্ছে অক্সিজেন। ফলে আপাতত তাঁকে হাসপাতালেই ভর্তি রাখার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা।

এর আগে অনুব্রতের শারীরিক পরিস্থিতি জানতে চেয়ে হাসপাতালে চিঠি দেয় সিবিআই। হাসপাতালের তরফ থেকেও অনুব্রতর শারীরিক পরিস্থিতি-সহ নথি পাঠান হাসপাতাল কর্তৃপক্ষ। সিবিআই চাইলে বা আদালত নির্দেশ দিলে অনুব্রতের চিকিৎসা সংক্রান্ত যাবতীয় তথ্যই হাসপাতাল থেকে জানানো হবে বলে জানান কর্তৃপক্ষ।

আরও পড়ুন: Hanskhali Rape Case: CBI তদন্তের নির্দেশ কলকাতা হাই কোর্টের, ২ মের মধ্যে দিতে হবে রিপোর্ট

 

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest