bjp suffers blow in west bengal bypoll also

৩ কেন্দ্রের হারের পর আরও কোণঠাসা, বাংলায় বিজেপির অস্তিত্ব সংকট

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

বাংলায় কী বিজেপির অস্তিত্ব শেষ হয়ে গেল?‌ ভবানীপুরকে টার্গেট করে ফের ধরাশায়ী হল বিজেপি। বড় ব্যবধানে হারলেন বিজেপির প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। আর তারপর থেকেই এই প্রশ্ন উঠতে শুরু করেছে। একদিকে একুশের নির্বাচনে হারের পর বিধায়ক–সাংসদ ভাঙতে শুরু করেছে। তার মধ্যে এটা একটা সুযোগ ছিল বিধায়ক সংখ্যা বাড়ানোর। সেখানে বিজেপির পক্ষে মানুষ রায় দিলেন না। বরং তৃণমূল কংগ্রেসের তোলা স্লোগান খেলা হবে—ধরলে ফলাফল ৩–০।

ভবানীপুর উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ৫৮ হাজারের বেশি ভোটে হেরেছেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। তিনি একুশের বিধানসভা ভোটে এন্টালি থেকেও পরাজিত হয়েছিলেন। উল্লেখযোগ্যভাবে তার ব্যবধানও ছিল ৫৮ হাজার। অন্যদিকে, জঙ্গিপুরে বিজেপি দ্বিতীয় স্থান দখল করলেও, সামসেরগঞ্জে বিজেপি নেমে গিয়েছে একেবার তৃতীয় স্থানে। তবে একদা শাসকের চেয়ারে বসে থাকা বামেদের অবস্থা আরও খারাপ। তিনটি কেন্দ্রে জামানত বাজেয়াপ্ত হয়েছে প্রার্থীদের।

সামসেরগঞ্জে (Samserganj) ভোটের পরিসংখ্যান বলছে, বিজেপি প্রার্থী মিলন ঘোষ পেয়েছেন মাত্র ১০ হাজার ৭৭৭ ভোট। তাঁর চেয়ে বেশি ভোট ঝুলিতে ভরেছেন কংগ্রেসের জইদুর রহমান। ফলে সামসেরগঞ্জে জইদুর দ্বিতীয় স্থানে। এবং বিজেপি যথারীতি তৃতীয়। আর সিপিএম প্রার্থী মোদাস্সর হোসেনের পারফরম্যান্স আরও খারাপ। তিনি পেয়েছেন মাত্র ৬১৪৫ ভোট। আবার জঙ্গিপুরের তৃণমূল প্রার্থী জাকির হোসেন জিতেছেন ৯২ হাজার ৬১৩ ভোটে। অর্থাৎ নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির সুজিত দাস এতগুলো ভোটই কম পেয়েছেন। এই পরিসংখ্যানেই স্পষ্ট, প্রথম ও দ্বিতীয় স্থানে থাকা প্রার্থীদের ভোটপ্রাপ্তির ফারাক ঠিক কতখানি।
বাংলার মাটি দখলের লক্ষে যত বেশি ঝাঁপিয়েছে বিজেপি, ততই ধাক্কা খেতে হয়েছে। একুশের নির্বাচন তার প্রকৃষ্ট উদাহরণ। ৭৭ জন বিধায়ক নির্বাচিত হওয়ার পরও তা ধরে রাখতে পারেনি গেরুয়া শিবির। এই মুহূর্তে বিধায়কের সংখ্যা ৭০। ৫ জন ইতিমধ্যেই দল ছেড়ে যোগ দিয়েছেন তৃণমূলে। ফলে বলাই বাহুল্য যে জমি শক্ত করতে এসে আসলে জমি ক্রমশ হারাচ্ছে পদ্মশিবির।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest