BJP worker allegedly killed by son in Malda

BJP Worker: স্ত্রী হেরে যাওয়ায় বাবার উপর রাগ, মালদহে বিজেপি কর্মীকে খুনে অভিযুক্ত ছেলে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

বাড়ি থেকে বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার। মালদহের বামনগোলার ঘটনায় রবিবার সকাল থেকেই ব্যাপক চাঞ্চল্য। ওই বিজেপি কর্মীর শরীরে রয়েছে একাধিক ক্ষতচিহ্ন। গেরুয়া শিবিরের দাবি, তৃণমূলের মদতে ওই বিজেপি কর্মীকে খুন করেছে তাঁর ছেলে। এই ঘটনার পর থেকে এলাকাছাড়া বিজেপি কর্মীর ছেলে। এদিকে, দেহ ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা।

মৃতের নাম বুরন মুর্মু। স্থানীয়দের অভিযোগ, বুরনকে খুন করেছেন তাঁর ছেলে বিপ্লব মুর্মুই। কারণ, বিপ্লবের স্ত্রী তৃণমূলের টিকিটে পঞ্চায়েত ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং ভোটে বিজেপি প্রার্থীর কাছে হেরে যান। অন্য দিকে, বুরন বিজেপির কর্মী ছিলেন। এ নিয়ে পরিবারের মধ্যে অশান্তি শুরু হয়। সেখান থেকেই বাবাকে ছেলে খুন করেন বলে অভিযোগ উঠেছে। এই ‘রহস্যমৃত্যু’র খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে পুলিশ।

আরও পড়ুন: Panchayat Election 2023: নিজের ঘরেই হার আরাবুলের, পোলেরহাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে জয়ী জমিরক্ষা কমিটি

গ্রামবাসীর অভিযোগ, স্ত্রী ভোটে হেরে যাওয়ার পর বিপ্লবের সঙ্গে তাঁর বাবা বুরনের ঝগড়া হত। অভিযোগ, সেই গন্ডগোল থেকেই বাবাকে খুন করেছেন বিপ্লব। শনিবার বুরনের বাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তাঁর শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। মালদহ উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মুর দাবি, মারধর করে খুনের পর আত্মহত্যার তত্ত্ব খাড়া করতে দেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে।

তৃণমূলের মদতে ছেলে তার বাবাকে খুন করেছে বলেই অভিযোগ। এদিকে, এই ঘটনার পর থেকে বিজেপি কর্মীর ছেলে বিপ্লব মুর্মু এলাকাছাড়া। তাই খুনের সন্দেহ আরও প্রকট হচ্ছে স্থানীয়দের। পুলিশকে দেহ উদ্ধারে বাধা দেন এলাকাবাসীরা। সুবিচারের দাবিতে দেহ ঘিরে বিক্ষোভ দেখান তাঁরা।

আরও পড়ুন: Hilsa: জালে বড় বড় ইলিশ! ভাল খবর এল দিঘা থেকে, কতটা কমল দাম

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest