Burdwan's TMC MLA is being wearing shoes by party workers! The controversy escalated as the video went viral

বর্ধমানের TMC বিধায়ককে জুতো পরাচ্ছেন দলের কর্মী! ভিডিও ভাইরাল হতেই তুঙ্গে বিতর্ক

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

অনুষ্ঠানের মাঝে দলীয় কর্মীদের দিয়ে জুতো পরানোর অভিযোগ। এবার বিতর্কে জড়ালেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। যদিও বিষয়টি অস্বীকার করেছেন তিনি। তবে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ঘটনার ভিডিও। যা নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে।

বুধবার কিশোর কুমারের জন্মদিন উপলক্ষ্যে বর্ধমান (Bardhaman) শহরের ৩৫ নম্বর ওয়ার্ডে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস-সহ একাধিক নেতা। সেখানে জাতীয় পতাকা উত্তোলন করেন বিধায়ক। স্বাভাবিকভাবেই জুতো খুলে পতাকা উত্তোলন করেন তিনি। তারপর তিনি জুতোয় পা দিতেই দেখা যায় দুই যুবক তাঁকে জুতো পরতে সাহায্য করেন। রীতিমতো ফিতে বেঁধে দেন। সেই মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। যা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়। কারণ, স্থানীয়দের দাবি ওই দুই যুবক দলের কর্মী। তাঁরা সবসময় বিধায়কের সঙ্গে থাকেন।

এর পরই বিষয়টি নিয়ে বিতর্কের ঢেউ উঠেছে। যদিও কাউকে দিয়ে জুতো পরানোর অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল বিধায়ক। তাঁর সাফাই, ভারী চেহারার জন্য ঝুঁকতে অসুবিধা হচ্ছিল। তাই ওই কর্মীরা ফিতে লাগাতে সাহায্য করেছেন।

আরও পড়ুন: বুধবার বানভাসি এলাকায় পরিদর্শনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, আকাশপথে দেখবেন পরিস্থিতি

খোকন জানিয়েছেন, ওই দুই ব্যক্তি কোনও সরকারি আধিকারিক নন। জুতো পরিয়ে দেওয়া যুবকদের একজনকে নিজের ভাইপো হিসাবে পরিচয় দিয়েছেন খোকন। তিনি বলেছেন, ‘‘অযথা বিতর্ক তৈরি করা হচ্ছে।’’ এই জুতো কাণ্ড নিয়ে খোকনকে বিঁধতে দেরি করেনি বিজেপি। বিজেপির বর্ধমান শহর কমিটির আহ্বায়ক কল্লোল নন্দন বলেছেন, ‘‘মানুষ দেখছে তৃণমূল নেতা এবং বিধায়কদের অহংকার। জুতোও পায়ে পরিয়ে দিতে হচ্ছে। মানুষ সব দেখছে।’’

আরও পড়ুন: Durga Puja 2021: পুজোয় যেন ভিড় না হয়, রাজ্যগুলিকে কড়া হতে ফের নির্দেশ কেন্দ্রের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest