CM Mamata Banerjee gives permission to Adani group to build port in Tajpur at Bijaya sammelani

Adani Group: বিজয়াতে শিল্পদিশা, আদানিকে তাজপুরে ১৫ হাজার কোটির বন্দর নির্মাণের অনুমতি মমতার

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

বিজয়া সম্মেলনীতেই তাজপুরে সমুদ্রবন্দর নির্মাণের অনুমতি দিল রাজ্য সরকার। তা-ও আবার আদানি গোষ্ঠীকে। বুধবার সন্ধ্যায় নিউটাউনের ইকো পার্কে আয়োজিত বিজয়া সম্মেলনীতে আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানির পুত্র কিরণ আদানির হাতে বন্দর নির্মাণ সংক্রান্ত কাগজপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গেই হাজির ছিলেন রাজ্যের শিল্প ও বাণিজ্য মন্ত্রী শশী পাঁজা। রাজ্য সরকারের দৃষ্টিকোণ থেকে পশ্চিমবঙ্গে আদানি গোষ্ঠীর এই বিনিয়োগ যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

চলতি বছরের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে যোগ দিয়েছিলেন আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি। তখন তাজপুর বন্দর নিয়ে আগ্রহ প্রকাশ করেছিলেন তিনি। ফলে রাজ্যের যে আদানি গোষ্ঠীর বিনিয়োগ করতে চলেছে, সে বিষয়ে নিশ্চিত ছিল রাজ্য সরকার। এবার সেই বিনিয়োগ সরকারি সিলমোহর পড়ল। এ রাজ্যে এখন একমাত্র বন্দর হলদিয়া। কিন্তু নানা কারণে এই বন্দরে পণ্য় ওঠা-নামা সমস্যা লেগেই থাকে। তারওপর হলদি নদীতে ঠিকমতো ড্রেজিং করা হয় না বলে অভিযোগ। ওয়াকিবহাল মহলের মতে, স্রেফ জলপথে বাণিজ্যে বা কর্মসংস্থান বৃদ্ধি নয়, তাজপুরে সমুদ্রবন্দর তৈরি হলে চাপ কমবে হলদিয়া বন্দরে। এদিন অনুমতিপত্র পাওয়ার পর,  কিরণ আদানি তাজপুরে দ্রুত কাজ শুরুর আশ্বাস দিয়েছেন বলে সূত্রের খবর।

আরও পড়ুন: Hooghly: দুর্গা প্রতিমার হাতে তৃণমূলের পতাকা! গুড়াপ থানায় অভিযোগ দায়ের বিজেপি-র

উল্লেখ্য, পনেরো হাজার কোটি টাকা বিনিয়োগে তৈরি এই বন্দরের প্রাথমিক ভাবে পরিকাঠামোগত উন্নয়নের কাজ করবে রাজ্য সরকার। বাংলায় প্রথম গভীর সমুদ্রবন্দরের পরিকাঠামো গড়তে আরও দশ হাজার কোটি টাকা খরচ হবে বলে জানানো হয়েছে। সব মিলিয়ে প্রায় পঁচিশ হাজার কোটি টাকা বিনিয়োগে তৈরি হবে নতুন এই বন্দরটি। তাজপুর থেকে ৫ কিলোমিটার দূরে এই বন্দরটি তৈরি হলে প্রত্যক্ষ ভাবে পঁচিশ হাজার মানুষের কর্মসংস্থান হবে বলে দাবি রাজ্য সরকারের। ডানকুনি ও রঘুনাথপুর শিল্পনগরী থেকে এই বন্দরে যাতায়াত অতি সুবিধাজনক বলেই দাবি করা হয়েছে।

এদিন একাধিক শিল্পপতি উপস্থিত ছিলেন রাজ্য সরকারের বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে। সেখানে সমাজের অন্যান্য অংশের প্রতিনিধিরাও হাজির ছিলেন। সেখানে শিল্পদ্যোগী সহ সকলকে মুখ্য়মন্ত্রী বিজয়ার শুভেচ্ছা জানান।

আরও পড়ুন: Maheshtala Blast: বিস্ফোরণে উড়ল বাড়ির ছাদ, জখম ৩ শিশু সহ ৫

 

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest