cyclone shaheen to intensify into severe cyclonic storm during next 24 hours

শক্তি সঞ্চয় করে প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিচ্ছে ‘Shaheen’, আজ থেকেই ভাসবে উত্তরবঙ্গ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

আরব সাগরে (Arabian Sea) ক্রমাগত শক্তি সঞ্চয় করছে শাহিন৷ আরব সাগরে শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড় থেকে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে শাহিন (Cyclone Shaheen)৷ এমনই সতর্কতা জারি করা হয় আবহাওয়া দফতরের তরফে৷ আগামী ২৪ ঘণ্টার মধ্যেই ঘূর্ণিঝড় (Cyclone) থেকে অতি প্রবল ঘূর্ণিঝড়ে শাহিন পরিণত হতে পারে বলে আশঙ্কা৷

আগামী ৩৬ ঘণ্টার মধ্যে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে শাহিন মারকান উপকূলের (Markan Coast) দক্ষিণ-পশ্চিমে আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে আবহাওয়া দফতরের তরফে৷ আরব সাগরে ঘণীভূত হয়ে শক্তি সঞ্চয় করে শাহিন ওমানের দিকে ধেয়ে যাচ্ছে বলেও জানা যাচ্ছে৷ ভারতীয় উপকূল ছেড়ে যাওয়ার সময় শাহিনের প্রভাবে গুজরাট এবং মহারাষ্ট্র জুড়ে প্রবল বৃষ্টি শুরু হয়েছে বলে জানায় আবহাওয়া দফতর৷

আরও পড়ুন: Bengal Weather: মঙ্গলে সকাল থেকেই ভাসতে পারে কলকাতা এবং সাত জেলা, সঙ্গে ঝড়

বর্তমানে আরব সাগরে যে গভীর নিম্নচাপ রয়েছে, তা গুজরাটের দেবভূমি দ্বারকা থেকে ৪০০ কিলোমিটার দূরে৷ পাকিস্তানের (Pakistan) করাচি থেকে তার দূরত্ব ২০০ কিলোমিটার৷ ইরানের ছাবাহার উপকূল থেকে ওই গভীর নিম্নচাপের দূরত্ব ৫৩০ কিলোমিটার৷ ফলে ভারত, পাকিস্তান এবং ইরানের উপকূলবর্তী অঞ্চলে ওই গভীর নিম্নচাপের জেরে জোর বৃষ্টি শুরু হয়েছে৷ মহারাষ্ট্র (Maharashtra), গুজরাটের (Gujrat)পাশাপাশি তামিলনাড়ু এবং কেরলের উপকূল এলাকা জুড়েও মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে বলে খবর৷

আজ থেকেই উত্তরবঙ্গে বৃষ্টি বাড়ার কথা। আগামী দু’-তিন দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের জেলাগুলিতে। বিহারেও প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যার জেরে বাড়বে জলাধার ও নদীর জল স্তর। নিচু এলাকাগুলিতেও প্লাবনের আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন: ‘না জানিয়ে জল ছাড়া পাপ, অপরাধ’, বন্যা পরিদর্শনে মমতা, ‘ম্যান মেড বন্যা’ বলে তোপ DVC-কে

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest