Diesel in West Bengal hits a century; sells in Purulia at Rs 100.14/litre

Petrol Diesel Price Hike: বাংলায় সেঞ্চুরি ডিজেলের, দাম আরও বাড়ল পেট্রোলের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ক্রমশ বেড়েই চলেছে পেট্রোলের দাম (Petrol Diesel Price Hike)। গতকাল অর্থাৎ শুক্রবার পর্যন্ত ডিজেলের দাম ১০০-র দোরগোড়ায় ঘোরাফেরা করছিল। আজ শনিবার দেশের কয়েকটি রাজ্যে ইতিমধ্যে ১০০-র গণ্ডি ছাড়িয়ে গেল ডিজেলের দামও। ক্রমশ উর্ধ্বমুখী হওয়া জ্বালানির(Fuel Price hike) দাম দেখে মাথায় হাত মধ্যবিত্তের।

কলকাতায় (Petrol and diesel price in Kolkata) আজ শনিবার পেট্রোলের দাম গিয়ে দাঁড়িয়েছে ১০৭.৭৮ টাকা প্রতি লিটার। ডিজেলের দাম কলকাতায় লিটার প্রতি ৯৯.০৮ টাকা। তবে চেন্নাইতে ইতিমধ্যেই ১০০ ছাড়িয়ে গিয়েছে ডিজেলের দাম। শনিবার লিটার প্রতি ডিজেল বিক্রি হচ্ছে ১০০.২৫ টাকায়। চেন্নাইতে পেট্রোলের দাম লিটার প্রতি ১০৪.২২ টাকা।

রাজ্যের ৬ জেলায় ডিজেলের দাম লিটারে ১০০ টাকা পেরিয়ে গেল। পাল্লা দিয়ে দাম বেড়েছে পেট্রোলেরও। এই নিয়ে একটানা চারদিন কলকাতায় পেট্রোল ও ডিজেলের দাম বাড়ল। এদিন লিটারে ৩৪ পয়সা বেড়েছে পেট্রোলের দাম। শহর কলকাতায় পেট্রোলের নয়া দাম লিটার প্রতি ১০৭ টাকা ৭৮ পয়সা। কলকাতায় একশোর ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ডিজেল। লিটারে আরও ৩৫ পয়সা বেড়েছে ডিজেলের দাম। শনিবার কলকাতায় লিটার প্রতি ডিজেল ৯৯ টাকা ০৮ পয়সা।

পুরুলিয়ার ঝালদায় ডিজেলের দাম লিটারে ১০০ টাকা ৪৯ পয়সা। দার্জিলিঙে লিটার প্রতি ১০০ টাকা ২৯ পয়সা দামে বিক্রি হচ্ছে ডিজেল। আলিপুরদুয়ারে ডিজেলের দাম লিটারে ১০০ টাকা ১৭ পয়সা। কোচবিহারে লিটার প্রতি ডিজেলের বিক্রি ১০০ টাকা ৮ পয়সায়। অন্যদিকে, নদিয়ার কৃষ্ণনগরে ডিজেলের দাম লিটারে ১০০ টাকা ১৬ পয়সা। মুর্শিদাবাদে লিটার প্রতি ডিজেল ১০০ টাকা ৩ পয়সা।

জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণে কোনও হেলদেল নেই কেন্দ্রীয় সরকারের। প্রতিদিন পেট্রোল-ডিজেলের দাম বাড়িয়েই চলেছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। জ্বালানি তেলের অস্বাভাবিক দাম বৃদ্ধির সরাসরি প্রভাব পড়ছে বাজারদরে। প্রতিদিন বাজারে গিয়ে তা টের পাচ্ছে মধ্যবিত্ত। আকাশছোঁয়া দাম বৃদ্ধি শাক-সবজির। টমেটো কেজি প্রতি ১০০ টাকা ছাড়িয়ে গিয়েছে। হু-হু করে দাম বাড়ছে আলু-পেঁয়াজের। একইভাবে দাম বাড়ছে মাছ-মাংস ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest