Dilip Ghosh again targeting Mamata Banerjee

BHAWANIPUR BY ELECTION: প্রার্থী ঘোষণা করতে নাজেহাল, দিলীপ ঘোষের নিশানায় ফের মমতা ব্যানার্জি

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

সামনেই ভবানীপুর উপনির্বাচন (Bhawanipur By Election)। ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা করে ময়দানে নেমে পড়েছে তৃণমূল ও বামেরা। কিন্তু এখনও প্রার্থী ঘোষণা করেনি বিজেপি। তাহলে কবে হবে প্রার্থী ঘোষণা? বৃহস্পতিবার এই বিষয়ে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষকে (Dilip Ghosh) প্রশ্ন করা হলে তিনি বলেন, “আজ সম্ভাবনা রয়েছে, প্রার্থী ঘোষণা হয়ে যেতে পারে।”

পাশপাশি ভবানীপুর উপনির্বাচন ঘিরে হাইকোর্টে দায়ের হওয়া জনস্বার্থ মামলার প্রেক্ষিতে এদিন দিলীপ ঘোষের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন, “ভবানীপুর উপনির্বাচন নিয়ে প্রশ্ন রয়েছে মানুষের মধ্যে। অনেকেই প্রশ্ন তুলছেন, আর সেটাই স্বাভাবিক। যাঁরা বিধানসভা নির্বাচনের সময় বলছিলেন মানুষকে মেরে ফেলা হচ্ছে, যাঁরা পরিস্থিতি ঠিক নেই বলে পুর নির্বাচন করাচ্ছেন না, তাঁরাই চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করে রাখতে। আর তাই নির্বাচন কমিশন বলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট করানোর জন্য। না হলে সাংবিধানিক সংকট তৈরি হতে পারে।”

সেক্ষেত্রে “মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) হেরে গেলে কি সাংবিধানিক সংকট তৈরি হবে না?” মানুষ এখন এই প্রশ্নই তুলছেন বলে মনে করেন দিলীপ ঘোষ। একইসঙ্গে “নির্বাচন কমিশন কেন এই সিদ্ধান্ত নিল, বা কারও দ্বারা প্রভাবিত হয়েই কি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে?” মানুষ সেই প্রশ্নগুলিও তুলছেন বলেই মনে করেন বিজেপির রাজ্য সভাপতি।

অন্যদিকে এদিন ত্রিপুরা (Tripura) নিয়েও মুখ খোলেন এই বিজেপি নেতা। সরাসরি কোনও দলের নাম না করলেও ত্রিপুরাকে অশান্ত করার চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। আর সেখানকার মানুষ এটা পছন্দ করছেন না বলেও জানান দিলীপ ঘোষ। একইসঙ্গে ত্রিপুরায় বিল্লব দেবের ‘দুয়ারে গুন্ডা মডেল’ চলে বলে যে মন্তব্য করেছে তৃণমূল, তার প্রেক্ষিতে দিলীপের কটাক্ষ, “আগে পশ্চিমবঙ্গের গুন্ডারাজ হঠান, তারপর ত্রিপুরা যাবেন।”

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest