Site icon The News Nest

শিয়ালদহ বনগাঁ শাখায় ডাউন ট্রেন চলাচল বিপর্যস্ত, মেরামতির মধ্যেই চালু পরিষেবা

train 3

সপ্তাহের দ্বিতীয় দিনেই ট্রেন চলাচল বিঘ্নিত। শিয়ালদহ বনগাঁ শাখায় ডাউন ট্রেন চলাচল বিপর্যস্ত। গুমা রেল স্টেশনের কাছে লাইন বসে বিপত্তি। যদিও রেল আধিকারিকরা ভাঙা লাইনের উপর দিয়ে ঝুঁকি নিয়ে ট্রেন (Local Train) চালানো শুরু করেছে।

সূত্রের খবর সোমবার গভীর রাতে মালগাড়ি যাবার পরেই এই ঘটনা ঘটে। মোট ১২ জায়গায় রেল লাইন বসে গেছে বলে রেল সূত্রে খবর।  যদিও রেল আধিকারিকরা ভাঙা লাইনের উপর দিয়ে ঝুঁকি নিয়ে ধীরগতিতে ট্রেন চালানো শুরু করেছে। মূলত, উঃ ২৪ পরগনার বনগাঁ থেকে শহর কলকাতায় যোগাযোগের একমাত্র লাইফ লাইন ট্রেন। সেই ট্রেন পরিষেবা সাত সকালে ঠিকভাবে না মেলায় সমস্য়ায় যাত্রীরা। রেল ট্র্য়াকে সমস্যা থাকা সত্ত্বেও কেন বিপজ্জনক ভাবে ট্রেন চালানো হচ্ছে তা নিয়ে প্রশ্ন যাত্রীদের একাংশের।

আরও পড়ুন: বর্ধমানে সাতসকালে দুঃসাহসিক ব্যাঙ্ক ডাকাতি, ঘটনাস্থলে পুলিশের পদস্থ কর্তারা

জানা যাচ্ছে, প্রায় ১২ টি জায়গায় রেলের পাত ঘষা খেয়ে উত্তাপে গলে চ্যাপ্টা হয়ে গিয়েছে। তার মধ্যেই ঘন কুয়াশায় ঢাকা থাকা সত্বেও কেন শিয়ালদহ (Sealdah) বনগাঁ শাখায় (Bangaon Line)ডাউন ট্রেন (Down local Train) বিপজ্জনক ভাবে কেন ট্রেন (Local Train) চালাল তা নিয়ে প্রশ্ন যাত্রীদের।

আরও পড়ুন: মোবাইল-আধার লিংক করলে কিনতেই হবে গঙ্গাজল! ডাকঘরের আজব আবদারে শোরগোল

Exit mobile version