Duare Ration project launched by CM Mamata Banerjee

‘দুয়ারে রেশন’-এর উদ্বোধন করলেন মমতা, ডিলারদের সাহায্যের প্রতিশ্রুতি মমতার

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ঘরে ঘরে পৌঁছে যাবে রেশন।  নির্বাচনী প্রতিশ্রুতি মতো মঙ্গলবার থেকে রাজ্যে চালু হয়ে যাচ্ছে দুয়ারে রেশন প্রকল্প। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে ওই প্রকল্পের সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুয়ারে রেশন নিয়ে কোনও অভিযোগ থাকলে তাও জানানো যাবে হোয়াটসঅ্যাপ করে।

বাড়ি-বাড়ি রেশন (Ration) পৌঁছে দিতে নয়া উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। কিন্তু সেই প্রকল্প চালু নিয়ে রেশন ডিলারদের একাংশের ক্ষোভ ছিল। সেই ক্ষোভ মেটাতে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। এতদিন রেশন ডিলাররা কর্মী নিয়োগ করতে পারতেন না। এবার থেকে তাঁরা দুজন করে কর্মী নিয়োগ করতে পারবেন। সবমিলিয়ে রাজ্যে নতুন ৪২ হাজার কর্মসংস্থানের হদিশ দিলেন মুখ্যমন্ত্রী। যাদের বেতন হবে মাসিক ১০ হাজার টাকা। তাঁদের বেতনের অর্ধেক দেবে রাজ্য সরকার, অর্ধেক দেবেন রেশন ডিলাররা।

শুধু নতুন কর্মী নিয়োগ নয়, রেশন ডিলারশিপ নেওয়ার খরচও কমালেন মুখ্যমন্ত্রী। জানালেন, এবার থেকে বাংলায় রেশন ডিলারশিপ নিতে ৫০ হাজার টাকা দিতে হবে। আগে এই খরচ ছিল ৫ লক্ষ টাকা। পরে মমতা বন্দ্যোপাধ্যায় সেই খরচ কমিয়ে করেছিলেন ২ লক্ষ টাকা। এবার আরও কমানো হল খরচ। পুরুষদের পাশাপাশি মহিলাদেরও রেশন ডিলার করার পরামর্শ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বাড়ি-বাড়ি রেশন পৌঁছে দিতে প্রয়োজন হবে ২১ হাজার গাড়ির। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ডিলাররা যদি নিজেদের গাড়িতে রেশন পৌঁছে দেন তবে তাঁদের ১ লক্ষ টাকা করে ভরতুকি দেবে রাজ্য। রেশন পৌঁছে দিতে নতুন গাড়ি কিনলেও একই টাকা ভরতুকি দেওয়া হবে। পাশাপাশি, কুইন্ট্যাল প্রতি কমিশনও বাড়ানো হল তাঁদের। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “দুয়ারে রেশন প্রকল্পে শুধু মানুষের বাড়ি বাড়া রেশন পৌঁছে গেল তাই নয়, নতুন কর্মসংস্থানও তৈরি হল। নতুন গাড়িও বিক্রি হবে প্রচুর। সবমিলিয়ে রাজ্যের অর্থনীতি মজবুত হবে।” ওয়াকিবহাল মহল বলছে, রাজ্যের সামাজিক কল্যাণ প্রকল্পে শুধু আমজনতার সুবিধা হল তাই-ই নয় নতুন কর্মসংস্থানও তৈরি করল ‘দুয়ারে রেশন’।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest