DUE TO BYE ELECTION DUARE SARKAR CAMPS WILL BE DISCONTINUED IN BHABANIPUR AND MURSHIDABAD TO AVOID CONTROVERSY

বিতর্ক এড়াতে সতর্ক নবান্ন, মুর্শিদাবাদ জেলা ও ভবানীপুরে বন্ধ ‘লক্ষীর ভাণ্ডার’ সহ ১৮ প্রকল্প

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

রাজ্যের তিনটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ফলে রাজ্য়ে লাগু হয়ে গেল আদর্শ আচরণবিধি। মুশিদাবাদ জেলা এবং ভবানীপুর বিধানসভা এলাকায় দুয়ারে সরকার ক্যাম্পগুলি বন্ধ করার নির্দেশ দিল নবান্ন। ফলে ওই এলাকায় আর রাজ্য়ের ১৮টি প্রকল্পের সুবিধা এখনই পাবেন না ওই এলাকার সাধারণ মানুষ।

অগাস্ট মাস থেকে গোটা রাজ্যেই দুয়ারে সরকার ক্যাম্প শুরু হয়েছে৷ সেপ্টেম্বর মাসের মাঝামাঝি পর্যন্ত এই শিবির চলার কথা৷ ভোটের দিন ঘোষণার সঙ্গে সঙ্গে আদর্শ আচরণবিধিও লাগু হয়ে গিয়েছে৷ যদিও ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগে চালু হয়ে যাওয়া কোনও প্রকল্প বা পরিষেবা আদর্শ আচরণ বিধি লঙ্ঘনের মধ্যে পড়ে না৷ কিন্তু সরকারের বিরুদ্ধে যাতে কোনও প্রশ্ন না ওঠে, তাই বিতর্ক এড়াতেই রাজ্য প্রশাসন আপাতত ভবানীপুর বিধানসভা এলাকা এবং গোটা মুর্শিদাবাদ জেলাতেই আপাতত দুয়ারে সরকার ক্যাম্প বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে৷ সম্ভবত ভোট পর্ব মেটার পরই এই সমস্ত এলাকার মানুষের জন্য ফের এই পরিষেবা দেওয়া হবে৷

আরও পড়ুন: Post-poll violence: হাইকোর্টের সিবিআই তদন্তের নির্দেশকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ রাজ্যের

নবান্ন সূত্রে খবর, দুয়ারে সরকার শিবির নিয়ে রাজ্যের মুখ্যসচিব এইচ কে দ্বিবেদীর সঙ্গে মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্রের সঙ্গে আলোচনা হয়েছে৷ তার পরেই দুয়ারে সরকার শিবির বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন৷

আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুরে উপনির্বাচন৷ মুর্শিদাবাদের সামশেরগঞ্জ এবং জঙ্গিপুরেও ওই একই দিনে ভোট হবে৷ ভোটের আগে মুর্শিদাবাদের এই দু’টি কেন্দ্রেই বামফ্রন্ট এবং কংগ্রেসের দুই প্রার্থীর মৃত্যু হয়৷ ফলে স্থগিত হয়ে গিয়েছিল ভোটগ্রহণ৷

আরও পড়ুন: রুদ্র নাকি দীনেশ- ভবানীপুরে জল্পনায় ৪ নাম, সোমবারই বৈঠকে বিজেপি

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest