Site icon The News Nest

Durga Puja 2021: এবারেও কার্নিভালে ‘না’, দুর্গাপুজো নিয়ে ১১ দফা নির্দেশিকা জারি রাজ্যের

carnival1 1570796142

হাতে আর ছ’দিন। শেষবেলায় পুজো নিয়ে গাইডলাইন জারি করল রাজ্য (Durga Puja Guideline 2021)। করোনা পরিস্থিতি মাথায় রেখেই এবারেও কোনও কার্নিভাল হবে না বলে জানিয়ে দিল রাজ্য। দুর্গাপুজার  মণ্ডপকে কেন্দ্র করে কোনও মেলা, কার্নিভালেও অনুমতি দেওয়া হবে না স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে রাজ্যের তরফে।

করোনা পরিস্থিতিতে ২০২০ সালে নমো, নমো করে হয়েছিল দুর্গাপুজো। মণ্ডপে ঢুকে প্রতিমা দর্শনের অনুমতি ছিল না। এবার করোনার প্রকোপ অনেকটা কম। এমন পরিস্থিতিতে রাজ্যজুড়ে কীভাবে পালিত হবে দুর্গাৎসব, তা নিয়ে নির্দেশিকা জারি করল নবান্ন।

নির্দেশিকায় বলা হয়েছে,

১) ক) মণ্ডপ হবে চারদিক খোলা।

খ) প্রবেশ এবং বেরনোর পথ হবে আলাদা।

গ) শারীরিক দূরত্ব বজায় রাখার জন্য মণ্ডপে যথেষ্ট জায়গা রাখতে হবে।

২) ক) মণ্ডপে হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্কের ব্যবস্থা রাখা বাধ্যতামূলক।

খ) যত বেশি সম্ভব স্বেচ্ছাসেবক মণ্ডপে রাখতে হবে। মাস্কে মুখ ঢাকতে হবে তাঁদেরও। দর্শনার্থীদের পাশাপাশি তাঁদেরও মানতে হবে শারীরিক দূরত্ব।

৩) ক) পুজোর সময় অঞ্জলি, সিঁদুরখেলা বা দেবীবরণের মতো রীতিনীতি পালন করা যাবে। তবে তা করতে হবে ছোট ছোট দলে।

খ) মন্ত্রোচ্চারণের সময় পুরোহিতদের মাইক্রোফোন ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। যাতে দূর থেকে সেই মন্ত্র শুনতে পান দর্শনার্থীরা।

গ) অঞ্জলির ফুল বাড়ি থেকে আনার পরামর্শ দেওয়া হয়েছে।

৪. পুজো মণ্ডপে কোনও সাংস্কৃতিক অনুষ্ঠান করা চলবে না।

৫. পুরস্কার দেওয়ার ক্ষেত্রে বিচারকরা ভিড় করে মণ্ডপে প্রবেশ করতে পারবেন না। সর্বোচ্চ দু’টি গাড়ি নিয়ে মণ্ডপে ঢুকতে পারবেন তাঁরা। সকাল ১০টা থেকে বিকেল ৩ পর্যন্ত মণ্ডপে প্রবেশ করতে পারবেন বিচারকরা।

৬. ভিড় কমাতে পুজো কমিটিগুলিকে বৈদ্যুতিন এবং সোশ্যাল মিডিয়ায় লাগাতার প্রচারের পরামর্শ দিয়েছে রাজ্য।

৭. ক) পুজো উদ্বোধন কিংবা বিসর্জন জাঁকজমকপূর্ণ করা চলবে না। সম্ভব হলে ভারচুয়ালি সারতে হবে পুজো উদ্বোধন।

খ) নদী বা পুকুরে বিসর্জনের ক্ষেত্রে সময় বেঁধে দেওয়া হবে। নির্দিষ্ট টাইম স্লট মেনেই প্রতিমা নিরঞ্জন করতে হবে। মণ্ডপ থেকে প্রতিমা সরাসরি ঘাটেই আনতে হবে। মাঝে অন্য কোথাও দাঁড়ানো চলবে না।

৮. পুজো সংক্রান্ত প্রয়োজনীয় অনুমতি নিতে হবে অনলাইনে।

 ৯. এমন পরিস্থিতিতে রাজ্যের তরফে কার্নিভালের আয়োজন করা হচ্ছে না।

১০. ভিড় কমাতে তৃতীয়া থেকে দর্শনার্থীদের জন্য পুজোমণ্ডপ খুলে দেওয়া হবে।

১১. রাজ্যের তরফে পুজো কমিটিগুলিকে ৫০ হাজার টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, দমকল পরিষেবা পুজো কমিটি গুলি পাবে বিনামূল্যেই। ৫০ শতাংশ  ছাড়ে মিলবে বিদ্যুৎ।

Exit mobile version