Huge arms recovered from Goaltore

মাটি খুঁড়তেই মিলছে শয়ে-শয়ে বন্দুক আর কার্তুজ, রহস্য বাড়ছে গোয়ালতোড়ে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

মাটি খুঁড়তে গিয়ে উদ্ধার হল প্রচুর গুলি এবং বন্দুক। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় থানার নলবনা গ্রাম পঞ্চায়েতের বড়ডাঙা গ্রামে। পুলিশ ওই বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ উদ্ধার করেছে।

গড়বেতার গোয়ালতোড় থানার অন্তর্গত বড়ডাঙ্গা গ্রামের একশো দিনের কাজ চলছিল। স্থানীয় পঞ্চায়েতের নজরদারিতে চলছিল মাটি কাটা। এদিন সেই মাটি কাটার কাজ শুরু হতেই শয়ে-শয়ে আগ্নেয়স্ত্রের সন্ধান মেলে বলে দাবি গ্রামবাসীদের। এত আগ্নোয়াস্ত্র গ্রামে কোথা থেকে এল, কারা লুকিয়ে রেখেছিল, তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন।

আরও পড়ুন: Restriction: বিয়েবাড়িতে লোক বাড়ল চারগুণ, শর্তসাপেক্ষে মেলাতে ছাড় রাজ্যের

স্থানীয় সূত্রে খবর, এদিন মাটি খুঁড়তেই প্লাস্টিকের প্যাকেটে মোড়া কয়েকটি বন্দুক উঠে আসে। যা দেখে রীতিমতো ভ্যাবাচ্যাকা খেয়ে যায় এলাকাবাসী। ফের মাটি খুঁড়তে আবার উঠে আসে প্যাকেটবন্দি প্রচুর বন্দুক। সঙ্গে প্রচুর কার্তুজও। গ্রামবাসীদের দাবি, কয়েক শো বন্দুক মিলেছে রাস্তার নিচ থেকে। সঙ্গে শ পাঁচেক কার্তুজ। যদিও সবক’টিই নষ্ট হয়ে গিয়েছে। কিন্তু গ্রামের রাস্তার নিচে এত গুলি-বারুদ, আগ্নেয়াস্ত্র কোথা থেকে এল, তা ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে।

এদিকে বড়ডাঙ্গা গ্রামে এহেন কীর্তির খবর পৌঁছে যায় থানায়। কী ঘটেছে, তা জানতে গ্রামে আসে পুলিশ বাহিনী। তাঁরা উদ্ধার হওয়া বন্দুক ও গুলি উদ্ধার করে নিয়ে যায় থানায়। এ প্রসঙ্গে পুলিশ সুপার দীনশ কুমার জানান, “গোয়ালতোড়া থানা এলাকার বড়ডাঙ্গা গ্রামে মাটি কাটার সময় প্লাস্টিকবন্দি পুরনো আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে ৩৫ টি নষ্ট বন্দুক এবং প্রায় ৪০০-৪৫০ নিষ্ক্রিয় কার্তুজ উদ্ধার করে।”

আরও পড়ুন: Unknown Fever: উত্তরবঙ্গে ফের অজানা জ্বরের আতঙ্ক, মৃত্যু তিন শিশুর

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest