Huge size telia bhola fish sold in Rs. 13 Lakh in Digha

Digha: জালে মানুষ সমান তেলিয়া ভোলা! বিক্রি হল ১৩ লাখ টাকায়

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

দিঘায় মৎস্যজীবীর জালে ধরা পড়ল বিশালাকার তেলিয়া ভোলা। এ বার একটি মাছ বিক্রি করেই ১৩ লাখ টাকা পেলেন মাছ ব্যবসায়ী। রবিবার দিঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে সেই মাছ কিনতে হুড়োহুড়ি পড়ে যায়। টানা তিন ঘণ্টা দরদামের পর 26 হাজার টাকা কিলো দরে মাছটি কিনে নেয় এসএসটি নামে একটি সংস্থা (Telia Bhola worth around 13 lakh sold in Digha) ।

জানা গিয়েছে, এই তেলিয়া ভোলার পেটে প্রচুর পরিমাণে পটকা থাকে । সেই কারণেই অত্যন্ত মূল্যবান এই মাছ । ব্যবসায়ীরা বলেন, “এই মাছের পটকা জীবনদায়ী ওষুধ তৈরির কাজে লাগে । তাই প্রচুর দামে বিদেশের ওষুধ কোম্পানির তরফে কিনে নেওয়া হয় ।”

আরও পড়ুন:  Agnipath: সোমবার ভারত বনধের ডাক, বাংলাকে সচল রাখতে নির্দেশিকা নবান্নের

রবিবার দিঘা মোহনা বাজারে এই তেলিয়া ভোলা নিলামে বিক্রির জন্য আনেন দক্ষিণ ২৪ পরগনার নৈনানের মৎস্যজীবী শিবাজী কবীর। আড়ৎদার কার্তিক বেরা জানান, ৫৫ কেজির স্ত্রী মাছটি বিক্রির সময় ডিমের জন্য পাঁচ কেজি ওজন বাদ যায়। তার পর মাছটির নিলাম শুরু হলে প্রায় তিন ঘণ্টা ধরে দরদাম চলে। শেষ পর্যন্ত ২৬ হাজার টাকা কেজি দরে ১৩ লক্ষ টাকায় বিক্রি হয়েছে মাছটি। তিনি আরও বলেন, “এই তেলিয়া ভোলাটি পুরুষ হলে দাম আরও বেশি হত। ছ’দিন আগেই দিঘা মোহনা বাজারে ৩০ কেজির একটি পুরুষ তেলিয়া ভোলাই ন’লক্ষ টাকায় বিক্রি হয়েছে।”

দিন কয়েক আগে ১২১টি তেলিয়া ভোলা বিক্রি করে রাতারাতি কোটিপতি হয়েছিলেন কয়েক জন ব্যবসায়ী। তবে সেগুলির প্রত্যেকটি বিকিয়েছিল ১০-১৫ হাজার টাকায়। তবে সেগুলির ওজন অনেক কম ছিল। এক মৎস্যজীবীর কথায়, ‘‘ভাগ্যবান মৎস্যজীবীদের কপালেই এত বড় আকারের তেলিয়া ভোলা জোটে।’’

আরও পড়ুন: Weather update: আগামী পাঁচ দিন বাংলা-সহ ১০ রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা, সতর্ক করল হাওয়া অফিস

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest