নর্দমার জলে ভাসছে প্রায় শতাধিক আধার কার্ড (Aadhar Card)! ড্রেন পরিষ্কার করতে গিয়ে ভেসে উঠল কার্ড। মঙ্গলবার সকালে, সিউড়ির ৭ নম্বর ওয়ার্ডের টিনবাজার এলাকার ঘটনা।
স্থানীয়রা জানিয়েছেন, সকালে নর্দমা পরিষ্কারের সময় আধার কার্ড বের করেন সাফাই কর্মীরা। নর্দমার জলে দেখা যায় প্রায় শতাধিক আধার কার্ড ভেসে রয়েছে। আধার কার্ডগুলি (Aadhar Card) আসল না নকল তাও স্পষ্ট নয়। স্থানীয়দের অনুমান, আধার কার্ডগুলি জালও হতে পারে। কে বা কারা এত সংখ্যক আধার কার্ড ফেলছে তাও অজানা।
এলাকাবাসীর আশঙ্কা, এই ভুয়ো আধার কার্ডের জেরে আরও অন্য বিপদও হতে পারে। বর্তমানে, সরকারি নির্দেশিকা অনুযায়ী, আধার নম্বরের সঙ্গে প্যান থেকে শুরু করে ব্যাঙ্কের অ্যাকাউন্টও লিঙ্ক করা থাকে। এই ধরনের কার্ডের সাহায্য়ে সেই ব্যক্তিগত নথিতে হাত পড়তে পারে দুষ্কৃতীদের বলেই অনুমান এলাকাবাসীর।
আরও পড়ুন: Arvind Menon: বঙ্গে ফোটেনি পদ্মফুল, তবে ৫৫ বছরে বিয়ের ফুল ফুটল পর্যবেক্ষক অরবিন্দ মেননের
ঘটনায়, ইতিমধ্য়েই সিউড়ি থানায় অভিযোগ দায়ের করেছেন এলাকাবাসী। পুলিশ জানিয়েছে, খুব দ্রুত ঘটনাটির নিষ্পত্তি করা হবে। সিউড়ির ব্লক উন্নয়ন আধিকারিক জানিয়েছেন, এখনও এইধরনের কোনও অভিযোগ এসে জমা হয়নি। তবে, এমন ঘটনা ঘটে থাকলে পূর্ণাঙ্গ তদন্ত করে দেখা হবে।
উল্লেখ্য, সম্প্রতি, রাজ্য়র বিভিন্ন জায়গায় জাল আধার কার্ড তৈরি ও সংশোধনের একাধিক ভুয়ো সংস্থার হদিশ মিলেছে। সরকারি খাতে যেখানে বিনামূল্যে আধার কার্ড প্রাপ্য়, সেখানে ৫০০ থেকে ১০০০ টাকা দিলে মিলছে আধার কার্ড। অধিকাংশক্ষেত্রেই সরকারি অনুমোদন ছাড়াই তৈরি হচ্ছে সেসব কার্ড। ফলে তথ্য পাচার ছাড়াও আমজনের আরও নানাবিধ বিপদের আশঙ্কা থেকেই যাচ্ছে।
আরও পড়ুন: কাদের বাবা-মাকে জন্ম দিয়েছিলাম? ‘দাদু’ সম্বোধনে বিরক্ত তথাগত টুইটে লিখলেন কুকথা