IMD FORECASTS PARTLY CLOUDY SKY AND RAINFALL IN BENGAL

নিম্নচাপের জেরে উধাও শীত, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

নিম্নচাপের জেরে বাড়ছে তাপমাত্রা। পুবালি হাওয়ার দাপটে রাজ্য থেকে গায়েব হয়েছে হালকা শীতের আমেজ। শুক্রবার কলকাতার আকাশ রয়েছে মেঘলা। নিম্নচাপের জেরে কলকাতা-সহ বেশ কিছু জেলায় সম্ভবনা রয়েছে বৃষ্টির।

আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস। আন্দামান সাগর এবং বঙ্গোপসাগরের উপরে নিম্নচাপ তৈরি হয়েছে। যার জেরে রাজ্যে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। ফলে, বেড়েছে তাপমাত্রা।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী শনিবার ও রবিবার রাজ্যের বেশ কিছু জেলাতে বৃষ্টি হতে পারে। হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরেও হালকা বৃষ্টি হতে পারে। রবিবারে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ।

শুধু দক্ষিণ বঙ্গই নয়, বাড়ছে উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রাও। তবে শীতের আমেজ কমলেও সকালের দিকে কুয়াশার দাপট বৃদ্ধি পাবে। সব মিলিয়ে রাজ্যজুড়ে শীতের আমেজে ব্যাঘাত ঘটাচ্ছে পূবালী হাওয়া।

উল্লেখ্য, বঙ্গোপসাগরের নিম্নচাপ চেন্নাই উপকূলে কাছে স্থলভাগে প্রবেশ করেছে। এর সরাসরি প্রভাব না পড়লেও পরোক্ষ প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকতে পারে রাজ্যে। ফলে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে আবহাওয়ার পরিবর্তন হতে পারে আগামী সপ্তাহের শেষ দিকে। শনিবার ও রবিবার ফের বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা। শীতের তড়িঘড়ি আগমনী নিয়ে যাঁরা উৎসাহিত হয়ে উঠেছিলেন, তাঁরা এই আবহাওয়া পরিবর্তনে আশাহত হতে পারেন । কিন্তু হাওয়া অফিস আশ্বাস দিয়েছে এই পরিবর্তন সাময়িক । শীত তার চেনা রূপে দেখা দেবে খুব তাড়াতাড়ি ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest