Indian Railway cancels 24 trains till Feb 5. Check full list here

Indian Railways: রাজ্যজুড়ে ২৪ টি ট্রেন বাতিল আজ থেকেই! দেখুন তালিকা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

একাধিক ট্রেন বাতিল (Train Cancelled) করল ইস্ট-কোস্ট রেল। জানা গিয়েছে একনাগাড়ে চারদিন হিজলি স্টেশনে কাজ চলার জন্য মোট ২৪ টি ট্রেন বাতিল করা হয়েছে।  ৩১ জানুয়ারি থেকে আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত একাধিক দূরপাল্লার ট্রেন  (Indian Railways) বাতিল থাকছে এই কারণে।

কোন কোন দূরপাল্লার এবং মেমু প্যাসেঞ্জার ট্রেন বাতিল করেছে রেল, সেই তালিকা দেখে নিন –

  • ১২২৪৫ হাওড়া-যশবন্তপুর দুরন্ত এক্সপ্রেস (১ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি)।
  • ১২২৪৬ যশবন্তপুর-হাওড়া দুরন্ত এক্সপ্রেস (৩১ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি)।
  • ১২৭০৩ হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনুমা এক্সপ্রেস (১, ২ এবং ৪ ফেব্রুয়ারি)।
  • ১২৭০৪ সেকেন্দ্রাবাদ-হাওড়া ফলকনুমা এক্সপ্রেস (৩১ জানুয়ারি, ১ ফেব্রুয়ারি ও ৩ ফেব্রুয়ারি)।
  • ১৮০৪৫ শালিমার-হায়দরাবাদ ইস্ট-কোস্ট এক্সপ্রেস (১ ফেব্রুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি)।
  • ১৮০৪৬ হায়দরাবাদ-শালিমার ইস্ট-কোস্ট এক্সপ্রেস (৩১ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি)।
  • ১২৮২১ শালিমার-পুরী ধৌলি এক্সপ্রেস (১ ফেব্রুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি)।
  • ১২৮২২ পুরী-শালিমার ধৌলি এক্সপ্রেস (১ ফেব্রুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি)।
  • ১২৮৮১ শালিমার-পুরী এক্সপ্রেস (১ ফেব্রুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি)।
  • ১২৮৮২ পুরী-শালিমার এক্সপ্রেস (৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি)।

আরও পড়ুন: অনুব্রতকে ‘রাজনৈতিক বিনোদন’ বলে কটাক্ষ জিতেন্দ্রর, পালটা ‘মোষ’ বললেন তৃণমূল নেতা

  • ১২৮৯৫ শালিমার-পুরী সুপারফাস্ট এক্সপ্রেস (৪ ফেব্রুয়ারি)।
  • ১২৮৯৬ পুরী-শালিমার সুপারফাস্ট এক্সপ্রেস (৩ ফেব্রুয়ারি)।
  • ২২৮৩৫ শালিমার-পুরী সুপারফাস্ট এক্সপ্রেস (২ ফেব্রুয়ারি)।
  • ২২৮৩৬ পুরী-শালিমার সুপারফাস্ট এক্সপ্রেস (১ ফেব্রুয়ারি)।
  • ১২০৭৩ হাওড়া-ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস (১ ফেব্রুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি)।
  • ১২০৭৪ ভুবনেশ্বর-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস (১ ফেব্রুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি)।
  • ০৮০৬১ হাওড়া-জলেশ্বর মেমু স্পেশাল (১ ফেব্রুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি)।
  • ০৮০৬২ জলেশ্বর-হাওড়া মেমু স্পেশাল (১ ফেব্রুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি)।
  • ১৮০৩৭ জাজপুর কেওনঝড় রোড-খড়্গপুর জংশন মেমু এক্সপ্রেস (৩১ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি)।
  • ১৮০৩৮ খড়্গপুর জংশন-জাজপুর কেওনঝড় রোড মেমু এক্সপ্রেস (১ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি)।
  • ২২৮৭৪ বিশাখাপত্তনম-দিঘা সুপারফাস্ট এক্সপ্রেস (৩ ফেব্রুয়ারি)।
  • ২২৮৭৩ দিঘা-বিশাখাপত্তনম সুপারফাস্ট এক্সপ্রেস (৪ ফেব্রুয়ারি)।
  • ২২৬০৫ পুরুলিয়া জংশন-ভিল্লুপুরম দ্বি-সাপ্তাহিক এক্সপ্রেস (৪ ফেব্রুয়ারি)।
  • ২২৬০৬ ভিল্লুপুরম-পুরুলিয়া জংশন দ্বি-সাপ্তাহিক এক্সপ্রেস (২ ফেব্রুয়ারি)।
  • ২২৮৫৩ শালিমার-বিশাখাপত্তনম সুপারফাস্ট এক্সপ্রেস (১ ফেব্রুয়ারি)।
  • ২২৮৫৪ শালিমার-বিশাখাপত্তনম সুপারফাস্ট এক্সপ্রেস (২ ফেব্রুয়ারি)।
  • ০৮০১১ ভজনপুর-পুরী সাপ্তাহিক স্পেশাল (৩ ফেব্রুয়ারি)।
  • ০৮০১২ পুরী-ভজনপুর সাপ্তাহিক স্পেশাল (৪ ফেব্রুয়ারি)।
  • ১৮০০৭ শালিমার-ভজনপুর ইন্টারসিটি এক্সপ্রেস (৩১ জানুয়ারি, ১ ফেব্রুয়ারি ও ২ ফেব্রুয়ারি)।
  • ১৮০০৪ ভজনপুর-শালিমার ইন্টারসিটি এক্সপ্রেস (১ ফেব্রুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি)।

আরও পড়ুন: আগামীকাল থেকে রাজ্যে বাড়ছে পাউরুটির দাম! জানুন, নতুন দাম কত হচ্ছে?

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest