Site icon The News Nest

Khagen Murmu: প্রচারে বেরিয়ে মহিলাদের চুমু, পিঠে হাত! বিজেপি প্রার্থীর কাণ্ডে বিতর্ক তুঙ্গে

kogen

কাউকে চুমু খাচ্ছেন, তো কারও খোলা পিঠে অশ্লীলভাবে হাত দিচ্ছেন! নির্বাচনী প্রচারে বেরিয়ে মালদহ উত্তরের বিজেপি প্রার্থী খগেন মুর্মুর এমনই ছবি ভাইরাল সোশাল মিডিয়ায়। এই ছবিকে কেন্দ্র করে তুমুল বিতর্ক শুরু হল বঙ্গ রাজনীতিতে। প্রচাররত খগেন মুর্মুর (Khagen Murmu) এমন একাধিক আপত্তিকর ছবি এক্স হ্যান্ডেলে প্রকাশ্যে এনে বিজেপির (BJP) বিরুদ্ধে সরব রাজ্যের শাসকদল তৃণমূল (TMC)। কটাক্ষ করে লেখা হয়েছে, ‘এভাবেই নারীদের সম্মানে ব্যস্ত মোদীর পরিবার।’

সোমবার চাঁচলের সিহিপুর গ্রামে ভোটপ্রচারে বেরিয়েছিলেন খগেন। সেখানকার তাঁর ভোটের প্রচারের একটি ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে প্রচার শুরু করেছে তৃণমূল। মঙ্গলবার সকাল থেকেই সেই ছবি নিয়ে হইচই শুরু হয়েছে (ছবির সত্যতা যাচাই করেনি The News Nest)।

তৃণমূল খগেনের গোটা কয়েক ছবি নিয়ে সমাজমাধ্যমে কটাক্ষ করে লেখে, ‘‘যদি আপনার বিশ্বাস না-হয় যে আপনি কী দেখছেন, তা পরিষ্কার করে দিই। হ্যাঁ, বিজেপি সাংসদ এবং মালদহ উত্তরের প্রার্থী। ভোটের প্রচারে বেরিয়ে এক মহিলাকে চুম্বন করছেন।’’ তৃণমূল এর পর ব্রিজভূষণের উদাহরণ টেনে এনে কটাক্ষ করেছে। সমাজমাধ্যমে লেখা হয়েছে, ‘‘কল্পনা করুন এঁরা ক্ষমতায় এলে কী হবে!’’

এদিকে ছবি ঘিরে বিতর্ক চরম আকার নিতেই মুখ খুলেছেন খগেন মুর্মু। তাঁর দাবি, “ওটাই তৃণমূলের সংস্কৃতি। বাচ্চাকে সবাই আদর করে। ও বাচ্চা মেয়ে আমার খুব কাছের এবং পরিচিত। ঘটনার সময় মেয়েটির বাবা-মাও সঙ্গে ছিল। তৃণমূল ওই ছবি ফেসবুকে ভাইরাল করে নারী জাতিকে অপমান করেছে।” এই ঘটনার প্রতিবাদে সাইবার ক্রাইম এবং কমিশনে নালিশ জানাবেন বলেও হুঁশিয়ারি দেন খগেন। এদিকে স্থানীয় তৃণমূল নেতা বাব্লার দাবি, ছবিটা আমরা দেখেছি। হতে পারে মেয়েটির সঙ্গে ওর কোনও সম্পর্ক রয়েছে। কিন্তু এভাবে প্রকাশ্য রাস্তায় চুমু খাওয়াটা অত্যন্ত নিন্দনীয়। ওই ছবিটা বিজেপিরই কেউ ভাইরাল করেছে। এই ধরনের ছবি সাধারনত বিহার, উত্তরপ্রদেশে দেখা যায়। কিন্তু বাংলায় এই ধরনের ঘটনা সত্যিই নিন্দনীয়।

Exit mobile version