Mamata Banerjee started lecturing the students at 2 pm, there may be an opportunity for questions and answers

দুপুর দুটোয় ছাত্রদের উদ্দেশে বক্তৃতা শুরু Mamata Banerjee -র, থাকতে পারে প্রশ্নোত্তরের সুযোগও

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

‘দেশ বাঁচাবে মমতা’ ইতিমধ্যেই গানের আকারে নয়া স্লোগান নিয়ে এসেছে তৃণমূল কংগ্রেস (TMC Mamata Banerjee)। আর সেই স্লোগানের হাত ধরেই আজ সমাবেশ থেকে ডাক দিতে চলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। করোনা আবহে বড় জমায়েত বন্ধ। তাই ভার্চুয়ালি সমাবেশে হাজির থাকবেন মমতা। দুপুর ২ঃ৩০ নাগাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য পেশ করবেন তৃণমূল সুপ্রিমো (TMC Mamata Banerjee)। আর সেখানেই মমতা বুঝে নিতে চান ছাত্র-ছাত্রীদের মন।

তৃণমূল সূত্রে খবর, বক্তৃতার সময়ই জুম কলের মাধ্যমে একটি প্রশ্নোত্তর পর্বের ব্যবস্থাও রাখা হচ্ছে এ বছরের কর্মসূচিতে। ভবিষ্যত ভাবনা সম্পর্কে সংগঠনের নেতাদের প্রশ্ন করতে পারেন নেত্রী। রাজনৈতিক পর্যবেক্ষকদের দাবি, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালনের কর্মসূচি শুরু হওয়ার পর স্মরণযোগ্য কালের মধ্যে এমনটা কখনওই ঘটেনি।

এই কর্মসূচিতে প্রশ্নোত্তর পর্বের ব্যবস্থা রাখা প্রসঙ্গে সংগঠনের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য জানিয়েছেন, ‘‘দিদি যদি কারও সঙ্গে কথা বলতে চান, তার ব্যবস্থা থাকবে। তবে অসংখ্য নেতা ও কর্মী এই ভার্চুয়াল সভায় থাকবেন। সকলের জন্যে সেই ব্যবস্থা করা সম্ভব নয়।’’

আরও পড়ুন: ৩ দিন ঘেরাও করব, পারলে আটকান, বিদ্যুতের ‘পাগলামি’ সারাতে দাওয়াই Anubrata-র

শনিবার সকালেই পড়ুয়াদের উদ্দেশে টুইটারে অভিনন্দন-বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী। টুইট করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, সদ্য কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দেওয়া সুস্মিতা দেব এবং তৃণমূলের অন্য নেতা – নেত্রীরা। ।  মমতা টুইটারে লেখেন, ‘ছাত্র পরিষদের সমস্ত সদস্যকে শুভকামনা জানাতে চাই। তোমাদের কৃতিত্ব এবং পার্টিতে অমূল্য অবদানের জন্য আমরা গর্বিত। গণতন্ত্র ধ্বংসকারী সমস্ত শক্তির বিরুদ্ধে একজোট হয়ে লড়ার জন্য ছাত্র সমাজের কাছে আহ্বান জানাচ্ছি আমি।’ টুইটে অভিষেক লিখেছেন, ‘ছাত্ররাই আমাদের গর্ব। ছাত্র সমাজের অদম্য ইচ্ছাশক্তি নিয়ে সত্যিই গর্ব করি আমি।’

চলতি বছর তৃণমূলের একুশে জুলাই কর্মসূচি গোটা দেশেই সাড়া ফেলেছিল। এ বার ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালনে গুরুত্ব দিয়েছে তৃণমূল। এই কর্মসূচি নজরে রেখেই প্রতিটি জেলার জন্য আলাদা আলাদা গান তৈরি করা হয়েছে। বাংলার পাশাপাশি ত্রিপুরাতেও ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন করছে তৃণমূল। তার জন্য আগেই শান্তনু সেন, কুণাল ঘোষের মতো নেতাকে সেখানে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: ‘যাঁরা আসল দুধ খায়নি, তাঁরা সোনা পাবে কী করে?’ নিজের দাবিতে অনড় দিলীপ ঘোষ

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest