Mamata said on the way back from the sagar, not strictly across Bengal

বাংলাজুড়ে কড়াকড়ি নয়, সাগর থেকে ফেরার পথে বললেন মমতা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

গতকাল সাগরের প্রশাসনিক বৈঠকে ওমিক্রন নিয়ে উদ্বেগ শোনা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। স্কুল-কলেজে কোভিড ধরা পড়লে তা আবার কিছুদিনের জন্য ছুটি দিয়ে দেওয়া যায় কিনা তাও ভাবনাচিন্তা করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী।

অনেকেই আন্দাজ করেছিলেন, যে হারে সংক্রমণের গ্রাফ বাড়ছে তাতে ফের বোধহয় রাজ্যজুড়ে কড়াকড়ি চালু করতে পারে রাজ্য সরকার। কিন্তু বৃহস্পতিবার সাগর থেকে কলকাতা ফেরার পথে হেলিপ্যাডে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, সারা বাংলায় বিধিনিষেধ আরোপ করার পরিকল্পনা নেই রাজ্য সরকারের।

আরও পড়ুন: রামকৃষ্ণ মিশনের ১২৫তম বর্ষপূর্তি, আগামী বছর ফের বেলুড় মঠে আসতে পারেন প্রধানমন্ত্রী

এদিন মুখ্যমন্ত্রী বলেন, “কোভিডের জন্য দু’বছরে আমাদের অনেক ক্ষয় ক্ষতি হয়ে গেছে। আমরা আর তা চাই না। পর্যালোচনা করে দেখা হবে, যদি কোথাও বিধিনিষেধ আরোপ করতে হয় তাহলে পকেটে পকেটে করা যেতে পারে।”

মুখ্যমন্ত্রী এও জানিয়েছেন, ইংল্যান্ড থেকে যে বিমান আসছে সেখানে বেশি ওমিক্রন আক্রান্তদের হদিশ মিলছে। তিনি বলেন, আমরা দেখছি অসামরিক বিমান পরিবহণমন্ত্রক কী করে। এটা আমাদের পর্যালোচনা চলছে। তিন দিনের সাগর সফর শেষ করে এদিন কলকাতায় ফিরছেন মুখ্যমন্ত্রী। বিকেলে নবান্নে আধিকারিকদের সঙ্গে বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী। তবে মানুষ যাতে সচেতন হন, মাস্ক পরেন, স্যানিটাইজার ব্যবহার করেন, দূরত্ব মানেন সেই পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: মদন মিত্র ‘পরিচিত মাতাল’: কটাক্ষ শুভেন্দুর, প্রথম মদ খাইয়েছিলেন শিশিরদা- এল জবাব

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest