Mercury fell, winter in the new year returned to Kolkata

পড়ল পারদ, উত্তুরে হাওয়াতে ভর করে নতুন বছরে রাজ্যে ফিরল শীত

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

নতুন বছরের শুরুতেই কলকাতায় ফিরল শীত (Kolkata Winter)৷ দক্ষিণবঙ্গে আগামী দু-তিনদিন  আরও ঠান্ডা পড়ার সম্ভাবনা৷ আকাশ পরিষ্কার থাকায় বাধাহীন উত্তুরে হাওয়া৷ আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রাতের দিকে তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমে যেতে পারে৷ তখন ভালোই ঠান্ডা মালুম হবে৷ তবে এই শীত ক্ষণস্থায়ী৷ পশ্চিমী ঝঞ্ঝার কারণে ফের বাধা পাবে উত্তুরে হাওয়া৷ তখন বাড়বে তাপমাত্রা৷

আজ বছরের প্রথম রবিবার। রাজ্যে নতুন করে বিধিনিষেধ জারি হওয়ার আগে আজ চুটিয়ে মজা করে নিতে চাইছে রাজ্যবাসী। আর এই মরশুমে যোগ্যসঙ্গত করছে তাপমাত্রা। হাওয়া অফিস বলছে, রবিবার শহরের উষ্ণতা কমেছে আরও ২ ডিগ্রি। এদিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৪. ১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ দিনভর কনকনে ঠাণ্ডা অনুভূত হবে।

আরও পড়ুন: বাদ হাওড়ার ভোট! বাকি ৪ পুরনিগমে ভোটদান ২২ জানুয়ারি, ফল ঘোষণা ২৫ – এ

কার্যত গোটা ডিসেম্বর জাঁকিয়ে শীত ছিল অধরা৷ তার উপর পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে পৌষে অকাল বর্ষণ হয়েছে৷ বর্ষবিদায়ের শেষলগ্নে কলকাতা-সহ কয়েকটি জেলায় বৃষ্টি হয়েছে৷ তখন আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছিল, নতুন বছরের শুরু থেকেই ফিরবে শীতের আমেজ৷ সেই পূর্বাভাস মিলে যাওয়ায় খুশি শীতপ্রেমীরা৷ রবিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস৷ হাওয়া অফিস জানিয়েছে, ৩ জানুয়ারি সোমবার সকালের মধ্যে রাজ্যের অধিকাংশ জেলায় আকাশ পরিষ্কার থাকবে৷ একইসঙ্গে আবহাওয়া শুকনো থাকবে৷ সকালের দিকে কোনও কোনও জায়গায় কুয়াশা দেখা দিতে পারে৷

চলতি সপ্তাহে আবার হাজির হতে চলেছে পশ্চিমী ঝঞ্ঝা৷ তার জেরে ফের একবার উধাও হয়ে যেতে পারে শীত৷ উত্তর পশ্চিম ভারতে ৪ জানুয়ারি আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসতে চলেছে৷ তারই জেরে আগামী ৫ জানুয়ারি থেকে এরাজ্যেও রাতের তাপমাত্রা বাড়তে শুরু করবে৷

আরও পড়ুন: সোম থেকে রাজ্যে ধাপে ধাপে বিধিনিষেধ, স্থগিত দুই সরকারি কর্মসূচি

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest