'Must know regional language if you want to work in Bengal', CM's message to stop Hindi aggression

‘বাংলায় চাকরি করতে হলে আঞ্চলিক ভাষা জানা মাস্ট’, হিন্দি আগ্রাসন রুখতে বার্তা মুখ্যমন্ত্রীর

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

রাজ্যে চাকরি পেতে বাংলা ভাষা এবং আঞ্চলিক ভাষা জানতে হবে। এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। অনেক সময় অভিযোগ আসে, প্রশাসনের বিভিন্ন পদে কর্মরত বহু আধিকারিকই বাংলা ভাষায় পটু নন। অথবা বাংলা ভাষা জানেনই না। ফলে মাঠে নেমে কাজ করতে কিংবা স্থানীয় বাসিন্দাদের সমস্যা সমাধান করতে গিয়ে অনেক সময় মুশকিলে পড়েন তাঁরা।  এদিন মুখ্যমন্ত্রী বলেন, “রাজ্যে চাকরির সুযোগ তৈরি হলে বাংলার ছেলেমেয়েদের কর্মসংস্থানের সুযোগ দিতে হবে। এ রাজ্যে চাকরি করতে হলে বাংলা ভাষা জানতে হবে। বাংলা তাঁর ঠিকানা হতে হবে।” এ বিষয়ে নজর রাখতে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে নির্দেশও দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার মালদহের প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, কর্মসংস্থানের সময় যেন সেই রাজ্যের লোকেরা চাকরি পান। ‘আমি সব রাজ্যের জন্যই বলছি। বাংলা হলে বাংলা রাজ্যের জন্য। বাংলায় যাঁরাই বাস করুন। ভাষায় তিনি রাজবংশী হতে পারেন, কামতাপুরি হতে পারেন। আবার হিন্দি হতে পারে, আমার কোনও আপত্তি নেই। বাংলা ভাষাটা জানতে হবে। বাংলাটা তাঁর ঠিকানা হতে হবে। বিহারে বিহারের লোকেরা পাবেন। নাহলে বিহারের লোকেরা বিহারের সরকারকে ধরবেন। উত্তরপ্রদেশে উত্তরপ্রদেশের লোকেরা পাবেন। নিশ্চয়ই পাবেন। সব রাজ্যেই সেই রাজ্যের ছেলেমেয়েরা যেন কর্মসৃষ্টিতে কর্ম পান।’

মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্রীয় সরকারি চাকরির ক্ষেত্রে তেমন কোনও নিয়মের কথা বলছেন না। কারণ সেখানে সব রাজ্যের ছেলেমেয়েদের নেওয়া হয়। কিন্তু রাজ্য সার্ভিসের ক্ষেত্রে মেনে চলতে হবে সেই নিয়ম। মমতা বলেন, ‘রাজ্য সার্ভিসের ক্ষেত্রে যে কমিশন আছে, সেখানে রাজ্যের অন্য জায়গা থেকে এসে ভালো নম্বর থাকায় কেউ চাকরি পেয়ে গেলেন। কিন্তু লোকাল ছেলেমেয়েরা পেলেন না। কারণ তাঁর থেকে নম্বরটা কম। ফলে তিনি (ভিন রাজ্যের প্রার্থী) যখন সরকারের কোনও জায়গায় গিয়ে কাজ করছেন না, সে কিন্তু ভাষাটা জানেন না।’ ফলে কোনও মানুষ যখন একজন বিডিওয়ের কাছে যাচ্ছেন বা এসডিওয়ের কাছে যাচ্ছেন বা স্থানীয় প্রশাসকের কাছে যাচ্ছেন, তখন তিনি (ভিন রাজ্যের প্রার্থী) চিঠি পড়তে পারছেন না। উত্তর দিতেও পারছেন না। তাই স্থানীয় ভাষা জানা ‘মাস্ট’। ‘অন্য ভাষা জানলে কোনও আপত্তি নেই। যেখানে কাজ করবেন, সেখানকার স্থানীয় ভাষা জানা থাকতে হবে। আঞ্চলিক ভাষাটা জানতে হবে। নাহলে জেলায়, ব্লকে কাজ করা যাবে না।’

এর পরই রাজ্যের মুখ্যসচিবকে বিষয়টি দেখতেও নির্দেশ দেন তিনি। বেসরকারি ক্ষেত্রে কর্মসংস্থান হলে বাংলার মানুষকে চাকরি দেওয়ার কথাও বলেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “যে রাজ্যে বিনিয়োগ হয় সেখানে স্থানীয় ছেলেমেয়েরা চাকরি পায়। এটাই হওয়া উচিৎ। বাংলাতেও রাজ্যের ছেলেমেয়েদের চাকরি দিতে হবে। “

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest