Nadia: 45 Year Old Nadia Women Left Home 6 Times In A Row

Nadia: ৬ প্রেমিকের সঙ্গে পালিয়ে রেকর্ড! পলাতকা স্ত্রীকে ঘরে ফেরাতেই নতুন ‘বিপদ’ স্বামীর

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

প্রেমের নেশায় একাধিকবার ছেড়েছিলেন বাড়ি। এমনকি, তাঁকে বাড়িতে ফিরিয়ে আনতে রীতিমতো কালঘাম ছুটে গিয়েছে স্বামীর। তবে, এবার ওই গৃহবধূ বাড়িতে ফিরে এলেও শুরু হয়েছে নতুন বিপত্তি।

মাস কয়েক আগেই নদিয়ার বগুলার মিলননগরের বাসিন্দা মঙ্গল তালুকদার স্থানীয় রক্ষা সমাজ কল্যাণ মহিলা সমিতির কাছে জানান তাঁর স্ত্রী, চামেলি ৩০ বছরের এক যুবকের সঙ্গে পালিয়ে যান। এরপরেই ওই সমিতি বছর পঁয়তাল্লিশের ওই গৃহবধূকে বাড়িতে ফিরিয়ে আনার ব্যাপারে উদ্যোগী হয়। পাশাপাশি, তিনি যে যুবকের সঙ্গে পালিয়ে গিয়েছিলেন তাঁর বাড়িতেও গিয়ে খোঁজখবর নেওয়া শুরু হয়। জানা যায় তাঁরা গুজরাতে রয়েছেন। ওই মহিলা পালিয়ে যাওয়ার সময়ে নগদ ৮০ হাজার টাকা-সহ কিছু গয়নাও সঙ্গে নিয়ে যান বলে অভিযোগ ওঠে। এদিকে, ওই মহিলার এক মেয়ে এবং ছেলে রয়েছে। মেয়েটি দ্বাদশ শ্রেণিতে পড়ে।

এরপরে ওই গৃহবধূ এবং তাঁর প্রেমিক গত চৈত্র মাসেই ফের ফিরে আসেন। শেষমেশ পুলিশের দ্বারস্থ হয়ে স্ত্রীকে বাড়তেও ফিরিয়ে নিয়ে আসেন মঙ্গলবাবু। কিন্তু, বাড়িতে ফিরে আসার পর থেকেই পুরনো সংসারে থাকতে নারাজ চামেলি দেবী। অন্যদিকে তাঁর ছেলে এবং মেয়ে এমনকি, মঙ্গলবাবুর বৃদ্ধা মা-ও চামেলি দেবীর সঙ্গে আর থাকতে চান না।

একমাত্র মঙ্গলবাবুই তাঁর স্ত্রীর সঙ্গে থাকতে চেয়েছেন। এমনকি, কেউ মেনে না নিলে তিনি বাড়ি ভাড়া করে স্ত্রীর সঙ্গে অন্যত্র থাকতে চান বলেও জানিয়েছেন। এমতাবস্থায়, চামেলি দেবী কেন তাঁর পুরোনো সংসারে থাকতে চান না এই প্রশ্নের উত্তরে গৃহবধূ সটান জানিয়ে দেন যে “ভাল লাগে না, তাই থাকব না”।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest