Panchayat Election 2023: 5 killed in Murshidabad amid large-scale violence, total 9 dead

Panchayat Election 2023: খুন-জখম-ছাপ্পা! মুর্শিদাবাদে দুপুর পর্যন্ত নিহত পাঁচ, মোট মৃত্যু ৯ জনের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

পঞ্চায়েত ভোট চলাকালীন উত্তপ্ত মুর্শিদাবাদের বিভিন্ন পঞ্চায়েত এলাকা। সমস্যা শুরু হয়েছিল মনোনয়নের প্রথম দিন থেকেই। তবে পঞ্চায়েত ভোটের আগের রাত থেকে পরিস্থিতি চরমে পৌঁছেছে। অনেক জায়গা থেকেই বোমাবাজি এবং গুলি চালানোর অভিযোগ উঠে আসছে শাসক এবং বিরোধী দু’পক্ষের বিরুদ্ধেই। শুক্রবার রাত থেকে শনিবার ভোটের দিন দুপুর পর্যন্ত সেই জেলায় পাঁচ জন খুন হয়েছেন। অভিযোগ, শুক্রবার রাত থেকে মুর্শিদাবাদে শুধুমাত্র শাসকদলেরই তিন জন কর্মী খুন হয়েছেন। এক কংগ্রেস কর্মী এবং এক জন সিপিএম সমর্থককেও খুনের অভিযোগ উঠেছে।গতকাল রাত থেকে আজ দুপুর পর্যন্ত মোট ৯ জন খুন হয়েছেন বলে জানা গিয়েছে।

ইতিমধ্যেই রাজ্য নির্বাচন কমিশনের তরফে মোট ১০৫টি অভিযোগ দায়ের করা হয়েছে৷ শাসক দলের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর দিকে। তারা জানাচ্ছে, কেন্দ্রীয় বাহিনী একাধিক জায়গায় ভোটারদের প্রভাবিত করছেন। অন্যদিকে মালদহ নিয়ে তাঁরা নির্দিষ্ট অভিযোগ দায়ের করেছেন। সেখানে তাঁরা উল্লেখ করেছেন, ভোটের দিন বিজেপির তরফে শাড়ি বিলি করা হয়েছে। এছাড়া কোথাও মারধর, কোথাও  চলছে ভয় দেখানো। জলপাইগুড়িতেও মারধরের অভিযোগ তোলা হয়েছে।

আরও পড়ুন: Panchayat Election : সবংয়ে বিজেপি নেতার ঝুলন্ত দেহ উদ্ধার, নিশানা তৃণমূলের দিকে

বিরোধীদের অভিযোগ, ‘পঞ্চায়েত ভোট রক্তস্নাত হচ্ছে।’ আর পালটা বিরোধীদেরই কাঠগড়ায় তুলে কমিশনে অভিযোগ দায়ের করল শাসক দল। তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন, ‘ছোট বড় সব চ্যানেল মিলিয়ে গোলমালের খবর এখনও পর্যন্ত ৪৩টি বুথে। বাকি ৬১ হাজার বুথে শান্তিতে ভোট চলছে। তৃণমূল কংগ্রেসকেই টার্গেট করে আক্রমণ চলছে কিছু জায়গায়। আমাদেরই বেশিরভাগ কর্মী নিহত। আবার কুৎসাও তৃণমূলের বিরুদ্ধেই।’

একই ভাবে অশান্ত মালদহ। জেলার মানিকচক এলাকায় এক তৃণমূল কর্মীকে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ওদিকে ভোট শুরু হওয়ার ঘণ্টাখানেকের মধ্যেই কোচবিহারে বিজেপির এক পোলিং এজেন্টকে খুন করা হয়েছে বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে কোচবিহারের ১ নম্বর ব্লকের ফলিমারি গ্রাম পঞ্চায়েত এলাকায়। মারা গেছেন পূর্ব বর্ধমানের রাজিবুল হক। আউসগ্রাম-২ নম্বর ব্লকের বিষ্ণুপুর প্রাথমিক বিদ্যালয়ের ৭ নম্বর বুথে তৃণমূলের সঙ্গে সংঘর্ষে জখম হয়েছিলেন সিপিএম কর্মী রাজিবুল। শুক্রবার প্রথমে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। শারীরিক অবস্থার অবনতির হওয়ায় গভীর রাতে এনআরএস হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে। আজ সকালে সেখানেই মৃত্যু হয় ৩২ বছর বয়সি রাজিবুলের।অন্যদিকে ভোট দিতে গিয়ে নদিয়ার চাপড়ায় খুন এক তৃণমূল কর্মী। নিহতের নাম, হামজার আলি হাসান (৫২)।

আরও পড়ুন: Hilsa Fish: কাকদ্বীপ-নামখানায় উঠল ঝাঁকে ঝাঁকে ইলিশ, রাতেই ঢুকবে বাজারে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest