Paschim Medinipur : two husband fighting with each other to get back a woman as a wife

Paschim Medinipur : এক স্ত্রীকে পেতে লড়াইয়ে ২ স্বামী, অবাক কান্ড দাসপুর থানায়

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

দু-বার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েও বিয়ের শখ পূরণ হয়নি দাসপুরের বাসিন্দা প্রদীপ মাইতির। অন্যের ‘স্ত্রী’কে করে তৃতীয়বারের জন্য বিয়ে করেন প্রদীপ। কিন্তু, ভাগ্যের ফেরে শেষমেশ টিকল না সেই বিয়েও। বিয়ের কয়েক বছর পরই প্রথম স্বামীর কাছে ফিরে গেলেন স্ত্রী।

তিন নম্বর স্ত্রীকে খুঁজে পেতে এখন দিশেহারা অবস্থা প্রদীপের। স্ত্রীকে ফিরে পেতে পুলিশের দ্বারস্থ হয়েও বিশেষ লাভ করতে পারছেন না প্রদীপ। এমনকী তৃতীয় স্ত্রীকে ফিরে পেতে সামাজিক মাধ্যমে একাধিক পোস্ট করেন প্রদীপ। কিন্তু তাতেও আখেরে কোনও লাভ হচ্ছে না। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মহিলা বর্তমানে তাঁর ছেলেকে নিয়ে ঘাটালে বসবাস করেন। একটি ভাড়াবাড়ি এখন ওই মহিলার ঠিকানা। পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, ওই মহিলার প্রথম পক্ষের স্বামীও তাঁকে ফিরে পাওয়ার জন্য একাধিকবার তদ্বির করেছেন। দুই স্বামীর আবেদন দিশাহীন দাসপুর থানার পুলিশকর্মীরা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রদীপ পেশায় স্বর্ণশিল্পী। ১৯ বছর বয়সে প্রথম বিয়ে করেন তিনি। তাঁর দুটি সন্তানও হয়। কিন্তু বিয়ের ১০ বছর পর ২০১৭ সাল নাগাদ তাঁর স্ত্রী তাঁকে ছেড়ে চলে যান। সেই সময় দুই পুত্র সন্তান প্রদীপের কাছেই ছিল। তারপর ২০২০ সালে এক স্বামী পরিত্যক্তা মহিলাকে বিয়ে করেন প্রদীপ। তিনি জানিয়েছেন, বিয়ের কিছুদিন পর তাঁর স্ত্রী যখন অন্তঃস্বত্ত্বা হন, তখন সোনার কাজে তাঁকে প্রদীপকে নেপালে চলে যেতে হয়। নেপালেই এক মহিলার সঙ্গে আলাপ হতে তাঁর প্রেমে পড়েন এই ব্যক্তি। তাঁর স্বামীর বাড়িও ঘাটালে বলেই জানা গিয়েছে।

আরও পড়ুন: Summer Vacation: গরমের ছুটিতেও অনলাইনে পড়াশোনা! অতিরিক্ত ক্লাস, নির্দেশ মধ্যশিক্ষা পর্ষদের

নেপালে থাকাকালীন কন্যা সন্তানের জন্ম দেন প্রদীপের দ্বিতীয় স্ত্রী। কিন্তু প্রেমিকার চাপে দেশে ফিরতে পারেননি তিনি। কয়েকদিন পর স্বামীর নতুন সম্পর্কের কথা প্রদীপকে ছেড়ে চলে যান তাঁর দ্বিতীয় পক্ষের স্ত্রীও।  কিন্তু  প্রদীপ দেশে ফিরলেই দ্বিতীয় স্ত্রী তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টা, ধর্ষণ ও অপহরণের অভিযোগও দায়ের করেন ওই মহিলা। তাঁর অভিযোগের ভিত্তিতে জেলেও জেতে হয় প্রদীপকে।

অন্যদিকে, প্রদীপ জানিয়েছেন, নেপালের মন্দিরে প্রেমিকাকে বিয়ে করেন তিনি। জেল থেকে বেরিয়ে পুত্র-কন্যা ও তৃতীয় স্ত্রীকে নিয়ে মুম্বই চলে যান তিনি। কিন্তু তাঁর স্ত্রী ফের প্রথম পক্ষের স্বামীর সঙ্গে যোগযোগ করে পালিয়ে যান। প্রাক্তন স্বামী বিবাহ বিচ্ছেদের মামলার করায় মহিলা তাঁর বাড়িতে ফিরতে পারছেন না। সেই কারণে তাঁকে ভাড়া বাড়িতে রাখা হয়েছে। বর্তমানে দুই স্বামীই ওই মহিলাকে ফিরে পেতে মরিয়া হয়ে উঠেছেন।

আরও পড়ুন: Viral Video: ছাদনাতলায় ‘হ্যাংলা’ বর! বিয়ে ছেড়ে টপাটপ মিষ্টি পুরলেন মুখে

 

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest