personal secretary of tmc councillor arrested from uttar pradesh for incitement to suicide

প্রেমের ফাঁদে ফেলে TMC কাউন্সিলরকে আত্মহত্যার প্ররোচনা, উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আপ্ত সহায়ক

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

প্রেমের ফাঁদে ফেলে তৃণমূলের কাউন্সিলরকে (TMC Councillor)  আত্মহত্যার প্ররোচনা দিয়েছিলেন তাঁরই আপ্ত সহায়ক। এমনকী, কাউন্সিলরের সঙ্গে ঘনিষ্ঠতা কাজে লাগিয়ে দেদার টাকা তোলার কাজ করত অভিযুক্ত। ২০২০ সালে আত্মঘাতী হন শ্রীরামপুর পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রমা নাথ। আপ্ত সহায়ক বিজয় সাউয়ের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন রমার মা। শেষ পর্যন্ত প্রায় দেড় বছর পর শনিবার রাতে উত্তরপ্রদেশ থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করল জিআরপি। রবিবার তাকে কলকাতায় আনা হয়।

পুলিশ সূত্রে খবর, কাউন্সিলর রমার সঙ্গে প্রণয়ের সম্পর্ক তৈরি হয়েছিল আপ্ত সহায়ক বিজয়ের। সেটারই পুরোমাত্রায় সুযোগ নেয় বিজয়। যা জানতে পেরে অপমানিতবোধ করেন রমা। এই বিষয় সামনে আসতেই বিজয় রমাকে আত্মহত্যায় প্ররোচনা দেয়। টাকার বিনিময়ে এলাকার বাসিন্দাদের অনৈতিক সুবিধা পাইয়ে দিয়েছিল বিজয়। যা নিয়ে আপত্তি তোলেন রমা।

উল্লেখ্য, পর পর তিনবার তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়ী হয়েছিল রমা নাথ। ২০২০ সালে ১০ ফেব্রুয়ারি ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিলেন রমা। তাঁর মা জিআরপির কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। উত্তরপ্রদেশে বাঁশপোতা এলাকায় অভিযান চালায় শ্রীরামপুর জিআরপি। সেখানে আত্মগোপন করতে জমিতে কাজ করত বিজয় শাহ। পাঁচ সদস্যের দল তাকে গ্রেফতার করে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest