Professor of Visva-Bharati University arrested from Kolkata

Visva-Bharati University: জাতি বৈষম্যমূলক মন্তব্য করে ছাত্রকে অপমান, গ্রেফতার বিশ্বভারতীর অধ্যাপক

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

পড়ুয়ার দায়ের করা অভিযোগের ভিত্তিতে গ্রেফতার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্র সোমনাথ সৌ সঙ্গীত ভবনের অধ্যাপক সুমিত বসুর বিরুদ্ধে গত সেপ্টেম্বর মাসে শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের করেছিলেন। অধ্যাপকের বিরুদ্ধে জাতিগত বিদ্বেষ, হেনস্থা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ তুলেছিলেন ওই ছাত্র। ওই মামলায় রবিবার বিকেল নাগাদ তাঁকে কলকাতা থেকে গ্রেফতার করল শান্তিনিকেতন থানার পুলিশ। সূত্রের দাবি, সোমবার ধৃতকে সিউড়ি আদালতে তোলা হবে।

অভিযোগ, উপাচার্য বিরোধী আন্দোলন চলাকালীন বিশ্বভারতীর অর্থনীতি বিভাগের ছাত্র সোমনাথ সৌ-কে প্রকাশ্য রাস্তায় জাতি বৈষম্যমূলক ব্যঙ্গ করেন সুমিত বসু। তিনি বিশ্বভারতীর সংগীতভবনের মণিপুরী বিভাগের অধ্যাপক৷ এই মর্মে শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করে সোমনাথ। সিউড়ি জেলা আদালত অধ্যাপক সুমিত বসুর জামিন খারিজ করে দেয় এবং গ্রেপ্তারের নির্দেশ দেয়৷ এই অবস্থায় সুমিত বসু কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন। হাই কোর্ট তাঁর মামলা গ্রহণ করেনি৷

আরও পড়ুন: Jhalda: পূর্ণিমা কান্দুকে হেনস্থা! কংগ্রেসের মিছিল ঘিরে তুলকালাম ঝালদা, ১২ ঘণ্টা বনধের ডাক

এরপরেই রবিবার শান্তিনিকেতন থানার পুলিশ তাঁকে কলকাতা থেকে গ্রেপ্তার (Arrested) করে৷ জানা গিয়েছে, পুলিশের একটি বিশেষ দল কলকাতা থেকে বিশ্বভারতীর অধ্যাপককে গ্রেপ্তার করে শান্তিনিকেতন নিয়ে আসছে৷ এই প্রসঙ্গে অভিযোগকারী ছাত্র সোমনাথ সৌ বলেন, “আমাকে নিচু জাতের বলে নানান কটূক্তি করেছিলেন উনি। একজন অধ্যাপক হয়ে রাস্তায় দাঁড়িয়ে এই ধরনের কথা কীভাবে বলতে পারেন, আমি জানি না। আমি ওঁর বিরুদ্ধে থানায় অভিযোগ করেছিলাম।” এই ঘটনায় ফের বিতর্কের মুখে পড়ল দেশের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান।

আরও পড়ুন: Hanskhali: গণধর্ষণের জেরে মৃত্যু নাবালিকার, জোর করে দাহ, ধৃত তৃণমূল নেতার ছেলে ব্রজগোপাল

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest