Ram Navami : Mamata Banerjee Raised Questions About Unrest Around Ram Navami Procession

Ram Navami: রামের মিছিলে রিভলভার! ভিডিয়ো প্রকাশ্যে আনল তৃণমূল

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

রাম নবমীর (Ram Navami) মিছিলে অস্ত্রের আস্ফালন নিয়ে গত কয়েক বছর ধরে বাংলায় বিতর্ক চলছে। কিন্তু তা বলে বন্দুক? বৃহস্পতিবার মিছিলের একটি ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, এক যুবক রিভলভার হাতে নিয়ে রামনবমীর মিছিলে সামিল হয়েছে। বড় কথা হল, সেই আগ্নেয়াস্ত্র যে লুকিয়ে রাখা রয়েছে, তা নয়। তা একেবারেই খোলামেলা ভাবে হাতে ধরে দাঁড়িয়ে রয়েছে ওই যুবক।

একটিতে দেখা যাচ্ছে রাস্তার উপরে হলুদ পাঞ্জাবি পরা এক যুবক ডান হাতে রিভলভার নিয়ে আকাশের দিকে তুলে নাচছেন। অপরটিতে জিন্‌স, সবুজ টিশার্ট এবং মাথায় গেরুয়া ফেট্টি জড়ানো এক যুবক রিভলভার হাতে লরিতে চেপে যাচ্ছেন। দু’টি ভিডিয়োরই সত্যতা The News Nest যাচাই করে দেখেনি।

শুক্রবার এ নিয়েই প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেছেন, “কখনও দেখেছেন বন্দুক নিয়ে ধর্মীয় মিছিল হয়? ধর্ম শান্তির কথা বলে, মানবিকতার কথা বলে। আর কালকে বন্দুক, ছোরা, তরোয়াল, বুলডোজার—সব নিয়ে মিছিল করেছে”।

আরও পড়ুন: Bengal Weather: রাত পোহালেই বৃষ্টিতে ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলা

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও টুইট করে লিখেছেন, ‘এক সম্প্রদায়কে অন্য সম্প্রদায়ের বিরুদ্ধে উস্কে দেওয়া হচ্ছে। হিংসার জন্য জোগান দেওয়া হচ্ছে অস্ত্রেরও। ইচ্ছাকৃত সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে দিয়ে রাজনৈতিক ফায়দা নিতে বিজেপি এই নীল নকশা এঁকেছে।’

রাম নবমীর মিছিলকে কেন্দ্র করে বিক্ষিপ্ত ভাবে উত্তেজনা যে ছড়াতে পারে সেই আশঙ্কা প্রশাসনের আগাম ছিলই। মুখ্যমন্ত্রীও এ ব্যাপারে আগে থেকে সতর্ক করেছিলেন। তিনি বলেছিলেন, ধর্মাচরণের অধিকার সবার রয়েছে। কিন্তু তার মানে এই নয় যে মিছিলের নামে অন্যের উপর হামলা করা হবে।

কিন্তু দেখা গেল, তার পরও হাওড়ায় অশান্তির ঘটনা ঘটেছে। তার পর শুক্রবার তাৎপর্যপূর্ণ ভাবেই প্রতিক্রিয়া জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, হাওড়ায় হিন্দুরা হামলা করেনি, করেছে বিজেপির বজরঙ্গীরা। পর্যবেক্ষকদের অনেকের মতে, মুখ্যমন্ত্রী বোঝাতে চেয়েছেন যে আম বাঙালি হিন্দুরা শান্তিপ্রিয়। তাঁরা ধর্মাচরণের নামে অশান্তি পছন্দ করেন না। বন্দুকের প্রশ্নটি তুলে মমতা বাংলার বৃহত্তর উদার হিন্দুদের বার্তা দিতে চেয়েছেন।

হাওড়ার ঘটনা নিয়ে কট্টর হিন্দুত্বের পালে আরও হাওয়া দিতে চাইছেন শুভেন্দু অধিকারীরা। হাওড়ার ঘটনা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন বিরোধী দলনেতা। সিবিআই তদন্ত চেয়ে শুভেন্দুরা হয়তো বোঝাতে চাইছেন, হিন্দুরা আক্রান্ত হচ্ছেন, অথচ পুলিশ নিস্ক্রিয়। অর্থাৎ পুলিশের উপর অনাস্থার মনোভাব তৈরি করতে চাইছেন তাঁরা।

আরও পড়ুন: AMRI Hospital: বিক্রির মুখে আমরি হাসপাতাল, 2400 কোটিতে ফাইনাল ডিল

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest