Row over new assets of TMC Leader Anubrata Mondal's daughter Sukanya Mondal

Sukanya Mondal: আবার কেষ্ট কন্যার জমিজমার হদিশ, কত সম্পত্তির মালিক সুকন্যা?

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

সিবিআইয়ের নজরে ফের গরু পাচারকাণ্ডে গ্রেফতার হওয়া বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলের সম্পত্তি। গোয়েন্দা সূত্রে জানা গেছে, পেশায় প্রাথমিক স্কুলের শিক্ষিকা সুকন্যা। কিন্তু, তাঁর নামে প্রচুর সম্পত্তির হদিস পেয়েছেন তাঁরা। সরকারি চাকরি করার পাশাপাশি বিভিন্ন ব্যবসাও রয়েছে সুকন্যার। এ বিষয়ে বেশ কিছু নথিপত্র এসেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে। এবার সিবিআই কর্তারা জানতে পেরেছেন যে, বোলপুরের কাশীপুর বাইপাস সংলগ্ন এলাকায় ৩টি প্লট থাকতে পারে সুকন্যা মণ্ডলের নামে। ওই প্লটগুলির ওপর নজর রয়েছে গোয়েন্দাদের। সব মিলিয়ে নজরে রয়েছে কাশীপুরের ১০ বিঘা জমি।

কাশীপুর বাইপাসের উপরে পর পর তিনটি প্লট রয়েছে। সব মিলিয়ে ওই জমির পরিমাণ প্রায় ১০ বিঘা। ওই জমির চার দিক পাঁচিল দিয়ে ঘেরা। সামনে হলুদ রঙের লোহার গেটে ইংরেজি আদ্যক্ষরে লেখা ‘সিএম (মানা)’। প্রশ্ন উঠছে, অনুব্রতের প্রয়াত স্ত্রী ছবি মণ্ডলের নামই কি সংক্ষেপে ‘সিএম’ করা হয়েছে? মানা-র অর্থই বা কী? এ সব যদিও স্পষ্ট নয়।

আরও পড়ুন: Weather Report: গভীর নিম্নচাপের জেরে তুমুল বৃষ্টি কলকাতায়, ৬ জেলায় বিপর্যয়ের সতর্কতা

সরকারি তথ্য অনুযায়ী, এই জমিগুলি রয়েছে এএনএম অ্যাগ্রো, নীড় ডেভেলপমেন্ট ইত্যাদি বিভিন্ন সংস্থার নামে। সিবিআই তদন্তে আগেই উঠে এসেছে এই দুই সংস্থার নাম ও মালিকের নাম। জানা যায়, অনুব্রত-কন্যা সুকন্যা ওই দুই সংস্থার ডিরেক্টর।

স্থানীয়দের দাবি, দীর্ঘ দিন ধরে শুনে আসছেন পাঁচিল ঘেরা ওই জমির মালিক অনুব্রত। তবে বিএলআরও অফিস সূত্রে জানা গিয়েছে, ওই জমি দু’টি সংস্থার নামে। স্থানীয়দের একাংশের দাবি, ওই দুই কোম্পানির মালিকই সুকন্যা। সূত্রের খবর, বর্তমানে ওই জমির মালিকানার বিষয়ে বিশদে তদন্ত করতে পারে সিবিআই।

আরও পড়ুন: Manik Bhattacharya: লুকআউট নোটিস CBI-এর, বিধায়ক মানিকের নিরাপত্তা তুলে নিল রাজ্য

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest