Site icon The News Nest

শুভেন্দুর গড়ে বড় ভাঙন, বিজেপি ছেড়ে দলে দলে তৃণমূলে যোগ

bjp tmc 1

শুভেন্দু অধিকারীর গড়ে ব্যাপক ভাঙন গেরুয়া শিবিরে। বুধবার তৃণমূলের কর্মীসভায় দলে দলে বিজেপি কর্মীরা তৃণমূলে যোগ দেন। তৃণমূলের দাবি এদিন বিজেপির মহিলা মোর্চার নেত্রী দেবশ্রী মাইতি সহ ৭২১জন নেতা কর্মী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন। তাঁদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন রাজ্যের মন্ত্রী সৌমেন কুমার মহাপাত্র।

তৃণমূল সূত্রে খবর, রাজ্যে বিভিন্ন পুরসভার মেয়াদ ফুরিয়ে গিয়েছে। প্রশাসক দিয়ে পুরসভাগুলিকে চালানো হচ্ছে। এদিকে তাম্রলিপ্ত পুরসভাতেও একই অবস্থা। তবে কবে ভোট হবে তার কোনও নিশ্চয়তা এখনও পাওয়া যায়নি। কিন্তু তৃণমূল অবশ্য পুরসভা ভোটকে সামনে রেখে ঘর গোছাতে শুরু করে দিয়েছে। এদিকে বর্তমান পরিস্থিতিতে বিজেপি থেকেও অনেকেই ইতিমধ্যে ঘাসফুল শিবিরে নাম লেখাতে শুরু করেছেন। অন্যদিকে এবারের বিধানসভা ভোটের ফলাফলের নিরিখে তাম্রলিপ্ত পুরসভার বিভিন্ন ওয়ার্ডে বিজেপি এগিয়ে রয়েছে। এর জেরেই আর কোনও ঝুঁকি না নিয়ে আগেভাগে ঘর গোছাতে শুরু করেছে তৃণমূল।

দলত্যাগীদের দাবি, বিজেপিতে এখন পরিবারতন্ত্র কায়েম হয়েছে। নিচুতলার কর্মীদের কথা শোনা হচ্ছে না। তাই দলে থেকে কাজ করতে না পেরেই দলত্যাগ, দাবি তৃণমূলে যোগদানকারী বিজেপি নেতা-কর্মীদের। তৃণমূলের দাবি, বিজেপির নীতির জন্য মোহভঙ্গ হতেই দলত্যাগ। বিজেপির প্রতিক্রিয়া, দলত্যাগীরা বিধানসভা ভোটের পর থেকেই নিষ্ক্রিয় ছিলেন, তাই দলত্যাগের কোনও প্রভাব পড়বে না।

মন্ত্রী সৌমেন মহাপাত্র বলেন, ‘সাময়িকভাবে মানুষকে ভুল বোঝানো হয়েছিল।মানুষের মোহভঙ্গ হয়েছে। সেকারণেই মানুষ তৃণমূলে আসছে। তবে সাম্প্রদায়িক শক্তি বিজেপি ভারতব্যপী মাথাচাড়া দিয়ে তাদের উগ্রতা ক্রমেই প্রকাশ্যে আসছে। বিজেপি ভেবেছে তাম্রলিপ্ত পুরসভাতে ওরা ১৬টি ওয়ার্ডে এগিয়ে রয়েছে বলে তারা পুরসভা দখল করে নেবে। এটা ওরা দিবাস্বপ্ন দেখছে। মানুষ আমাদের পাশে রয়েছেন।’ তবে বিজেপি নেতৃত্বের দাবি, নেতাকর্মীদের নানাভাবে ভয় দেখিয়ে তৃণমূলে টানা হচ্ছে। তাঁরা কেউই নিজের ইচ্ছায় যাচ্ছেন না।

Exit mobile version