Site icon The News Nest

Sisir Adhikari: কুণালকে কুকথা, সাংসদ শিশির-সহ তিন জনের বিরুদ্ধে সমন জারি আদালতের!

kunal

কুণাল ঘোষকে কুৎসিত ভাষায় আক্রমণ করেছিলেন সাংসদ শিশির অধিকারী। পালটা মানহানির মামলা করেছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। সেই প্রেক্ষিতে সোমবার শিশির অধিকারীরে সমন পাঠাল কলকাতা নগর দায়রা আদালত। ১১ মার্চ কোর্টে হাজিরা দিতে হবে কাঁথির সাংসদকে। সোশ্যাল মিডিয়ায় একথা জানিয়েছেন কুণাল। তবে সমনের নথি এখনও হাতে পাননি বলে জানিয়েছেন শিশিরের আইনজীবী।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তাঁর বাবা শিশির অধিকারীর সম্পত্তি বৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় এজেন্সির তদন্ত চেয়ে গত বছরের শেষে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখেছিলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ।  কুণালের দাবি, চিঠি প্রাপ্তির কথা লিখিতভাবে তাঁকে জানিয়েওছিল স্বরাষ্ট্রমন্ত্রক। বিষয়টি জানাজানি হওয়ার পর এই বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে শিশিরবাবু কুণাল সম্পর্কে কু-মন্তব্য করেছিলেন বলে অভিযোগ। এ ব্যাপারে শিশিরবাবু-সহ তিনজনের বিরুদ্ধে মানহানির মামলাও দায়ের করেছিলেন তৃণমূলের মুখপাত্র।

সোমবার ওই মামলার শুনানি ছিল কলকাতার মেট্রোপলিটন ম্যাজিসট্রেট কোর্টে। এ ব্যাপারে টুইট করে কুণালের দাবি, “শিশির-সহ তিনজনের বিরুদ্ধে সমন জারির নির্দেশ দিয়েছে আদালত। ১১ মার্চ তাঁদের কোর্টে উপস্থিত থাকতে হবে।”

প্রসঙ্গত, একুশের বিধানসভার আগে থেকেই অধিকারী পরিবারের সঙ্গে তৃণমূলের দূরত্ব বেড়েছ। শুভেন্দুর বিজেপিতে যোগ দেওয়ার পর সেই ফাটল আরও চওড়া হয়েছে। বারবার দলের মুখপাত্র কুণাল ঘোষকে নিশানা করেছে অধিকারী পরিবার। এবার তারই খেসারত দিতে হচ্ছে সাংসদ শিশির অধিকারীকে।

Exit mobile version