Storm-rain is coming in a few hours, warning gave by weather office

Rain Alert: কয়েক ঘণ্টার মধ্যে ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সাবধানবাণী হাওয়া অফিসের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

বৃহস্পতিবার রাজ্যে একাধিক জেলায় বৃষ্টির আশঙ্কা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, কয়েকঘণ্টার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হতে পারে। সাধারণ মানুষকে নিরাপদ স্থানে থাকার বার্তা হাওয়া অফিসের।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়বে। পশ্চিমাঞ্চলের জেলায় অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে গরম আরও বাড়বে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও তাপমাত্রা কমার সম্ভাবনা প্রায় নেই। কলকাতায় দিন ও রাতের তাপমাত্রা বৃহস্পতিবার থেকে আগামী ৭২ ঘন্টা ঊর্ধ্বমুখী থাকবে। তাপমাত্রা বৃদ্ধির হার হবে ১ থেকে ২ ডিগ্রি। এর ফলে গরম বেশি অনুভূত হবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: Arjun Singh: তৃণমূলে ফিরেই বিজেপিকে তোপ অর্জুনের, MP পদ ছাড়বেন কী?

হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ১ থেকে ২ ঘণ্টার মধ্যে পুরুলিয়া এবং বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হবে। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে হাওয়া বইবে এই দুই জেলায়। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত তিন তিনেক বৃষ্টির সম্ভাবনা খুবই ক্ষীণ বলে মনে করছে আবহাওয়া দফতর। তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও তা স্বস্তি দেবে না বলেই মত আবহাওয়াবিদদের।

পরিস্থিতির বদল কবে থেকে? আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, শনিবারে পর থেকে কলকাতা-সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিকতে আবহাওয়ার বদল ঘটবে। শনিবারের পর থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা-মাঝারি বৃষ্টির পূর্বাঙাস রয়েছে। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

আরও পড়ুন: কয়লা পাচার কাণ্ড: এবার TMC বিধায়ককে শওকত মোল্লাকে CBI-তলব

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest