Site icon The News Nest

জনগণের সমর্থন পাওয়া সরকারের সমালোচনা কেন? শুভ্রাংশুর ফেসবুক পোস্টে জল্পনা

suvrangshu

দল বদল করা অনেক বিজেপি নেতার গলাতেই পুরনো দল তৃণমূলে ফিরে আসার আর্তি শোনা গিয়েছে নির্বাচনের ফল ঘোষণার পর থেকে৷ এবার খোদ মুকুল রায়ের পুত্র বীজপুরের প্রাক্তন বিধায়ক শুভ্রাংশু রায়ের ফেসবুক পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে উঠল৷ তবে প্রাথমিক ভাবে শুভ্রাংশুর পোস্টের যা অর্থ, তাতে নিজের দল বিজেপি-র জন্যই আত্মসমালোচনার সুর বার্তাই রয়েছে৷ তবে এই পোস্ট পুরনো দল তৃণমূলের জন্য কোনও সংকেত রয়েছে কি না তা স্পষ্ট নয়৷ বিশেষত গতকাল থেকে প্রধানমন্ত্রী- মুখ্যমন্ত্রীর বৈঠক, মুখ্যসচিবের বদলির নির্দেশ ঘিরে যে বিতর্কের সৃষ্টি হয়েছে, তার মধ্যে শুভ্রাংশুর এই পোস্ট নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ৷

আরও পড়ুন : ‘যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় প্রাণঘাতী হামলা’,মুখ্যসচিব বদলি ইস্যুতে মমতার পাশে সোনিয়ারা

ফেসবুক পোস্টে মুকুল পুত্র লিখেছেন, ‘জনগণের সমর্থন নিয়ে আসা সরকারের সমালোচনা করার আগে, আত্মসমালোচনা করা বেশি প্রয়োজন৷ ‘ তবে কী প্রেক্ষিতে তিনি এই পোস্ট করলেন, তা নিয়ে কোনও মন্তব্য করেননি শুভ্রাংশু৷ প্রতিক্রিয়া পাওয়া না গেলেও শুভ্রাংশুর পোস্ট ঘিরে রাজ্য বিজেপি-র অন্দরেও আলোড়ন ছড়িয়েছে৷ এবারের নির্বাচনে বীজপুর কেন্দ্রে পরাজিত হয়েছেন প্রাক্তন বিধায়ক শুভ্রাংশু৷ ২০১৯ সালের মে মাসে বিজেপি-তে যোগ দিয়েছিলেন তিনি৷

প্রসঙ্গত, গতকাল শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলাইকুন্ডায় গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ঘূর্ণিঝড় ইয়াস নিয়ে পর্যালোচনা বৈঠকে অংশ না নেওয়ায় বিজেপি নেতারা সরব হয়েছেন৷ মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের মনোভাবের সমালোচনা করে ট্যুইট করেছেন কেন্দ্রীয় নেতারা৷ বাদ যাননি দলের রাজ্য নেতারাও৷ এরই মধ্যে দিল্লিতে বদলি করা হয়েছে রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে৷ যা নিয়ে কেন্দ্র- রাজ্য সংঘাত তীব্র হয়েছে৷

তবে, শুধু বৈঠক বিতর্ক নয়, তৃতীয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ করেছে কেন্দ্র৷ নির্বাচনী সন্ত্রাসের অভিযোগে রাজ্যে এসেছে কেন্দ্রীয় দল৷ রাজ্যের আইন শৃঙ্খলা নিয়েও বিজেপি-র কেন্দ্রীয় নেতারা সরব হয়েছে৷ একই সুর শোনা গিয়েছে রাজ্যপাল জগদীপ ধনখড়ের গলাতেও৷ আবার কয়েকদিন আগে রাজ্যের দুই মন্ত্রী সহ চার নেতাকে নারদ মামলায় সিবিআই হঠাৎ গ্রেফতার করে৷ যে ঘটনাকে ভাল ভাবে নেননি রাজ্য বিজেপি-র অনেক নেতাও৷ প্রকাশ্যে মুখ না খুললেও তাঁরা স্বীকার করে নেন, এর ফলে সহানুভূতি পাবে রাজ্যের শাসক দলই৷

সবমিলিয়ে গত কয়েকদিনের ঘটনাপ্রবাহে যখন শাসক দলের সঙ্গে বিজেপি-র চাপানউতোর তুঙ্গে, তখন শুভ্রাংশু রায়ের এই পোস্ট ঘিরে জল্পনা হওয়াই স্বাভাবিক৷ বিশেষত দলের কেন্দ্র এবং রাজ্য স্তরের নেতারা যখন রাজ্য সরকারের সমালোচনায় সরব, তখন তিনি যে সেই মতের শরিক নন, তা কার্যত এই ফেসবুক পোস্টের মাধ্যমেই বুঝিয়ে দিলেন বীজপুরের প্রাক্তন বিধায়ক৷ শুভ্রাংশুর এই পোস্ট দল কীভাবে নেয়, শুভ্রাংশু নিজেই বা কোনও ব্যাখ্যা দেন কি না, সেটাই এখন দেখার৷ তবে শুভ্রাংশুর এই ফেসবুক পোস্টে আরও এক দফা অস্বস্তি বাড়ল রাজ্য বিজেপি-র৷

আরও পড়ুন : বাংলায় মোদীর ডাক বিরোধী দলনেতাকে, গুজরাতে নয় কেন, প্রশ্ন মোদীরাজ্যের বিরোধী নেতার

 

Exit mobile version