Swami Vivekananda Advent Day Is Being Celebrated At Belur Muth

Swami Vivekananda: বিবেকানন্দের জন্মদিনে বেলুড় মঠে সকাল থেকেই ভক্তদের ঢল

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

আজ স্বামী বিবেকানন্দের ১৬০-তম জন্মবার্ষিকী (Swami Vivekananda Jayanti 2023)। ১৯৮৪ সালে ভারত সরকার এই দিনটিকে ‘জাতীয় যুব দিবস’ বলে ঘোষণা করেন। সারা দেশে ‘জাতীয় যুব দিবস’ পালিত হয় তাঁর স্মরণে। যুবশক্তির অন্যতম আদর্শ তিনি।

এই উপলক্ষে বেলুড় মঠে (Belur Math) প্রতিবছরের মতো নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল থেকেই স্থানীয় বিভিন্ন স্কুল, ক্লাব এবং মঠের বিভিন্ন শাখা সংগঠনের সদস্যরা স্বামীজির প্রতিকৃতি নিয়ে শোভাযাত্রা সহকারে গান করতে করতে বেলুড় মঠে আসেন।

আরও পড়ুন: Didir Suraksha Kabach: ‘দিদির সুরক্ষা কবচ’ ঠিক কী? বিস্তারিত জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

তাঁরা স্বামীজির মন্দিরে প্রণাম নিবেদন করে বেলুড় মঠ প্রদক্ষিণ করে মূল মন্দিরের পাশে নির্মিত অস্থায়ী মণ্ডপে গিয়ে বসেন।  যেখানে সকাল সাড়ে নটা থেকে শুরু হবে নানা অনুষ্ঠান। প্রায় দেড় ঘন্টার এই অনুষ্ঠানে বৈদিক মন্ত্রোচ্চারণের পর উদ্বোধনী সংগীত, প্রস্তাবনা, ধর্মীয় আলোচনা, সংগীত, বিবেকানন্দ সম্বন্ধে নানান বক্তব্য, যোগব্যায়াম প্রদর্শনী ইত্যাদি হবে। পরিশেষে সকলে হাতে হাতে প্রসাদ নিয়ে বাড়ি ফিরবেন।

এদিনই বিবেক চেতনা উৎসবের (Vivek Chetana Utsav) সূচনা রাজ্য স্তরে। স্বামীজির সিমলা স্ট্রিটের বাড়িতে যাবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) সহ তৃণমূল নেতৃত্ব। সেখানে যাওয়ার কথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরও। অন্যদিকে, সিমলা স্ট্রিট থেকে কার্জন পার্ক পর্যন্ত পদযাত্রায় অংশ নেবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কংগ্রেসও এদিনটিকে ঘিরে নানান কর্মসূচি নিয়েছে। রাজ্যের পাড়ায় পাড়ায় অনুষ্ঠিত হবে বিবেকানন্দকে নিয়ে বর্ণাঢ্য পদযাত্রা ও অনুষ্ঠান।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest